রাহুল দ্রাবিড়, ভিভিএস লাক্সমানের পর এবারে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) চান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
দীর্ঘদিনের সতীর্থ দ্রাবিড় ও লাক্সমানকে বোর্ডে নিয়োগ দেয়ার পর গাঙ্গুলী চান টেন্ডুলকার তার অভিজ্ঞতার ঝাঁপি থেকে ভারতের ক্রিকেটকে সমৃদ্ধ করুন।
সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী এমন ইচ্ছা প্রকাশ করেন। তবে টেন্ডুলকারের যোগ দেয়া নিয়ে কিছু সমস্যাও আছে বলে মনে করেন বিসিসিআই প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘শচীন এসবে খুব একটা আসতে চায় না। কিন্তু আমি নিশ্চিত সে কোনোভাবে জড়িত থাকলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে।’
দ্রাবিড়কে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব দিয়েছেন সৌরভ। আর লাক্সমান পেয়েছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) দায়িত্ব। সাবেক তারকাদের বোর্ডের সঙ্গে যুক্ত করার বিষয়ে কাজ করছেন বলে জানান সাবেক এ অধিনায়ক।
তিনি বলেন, ‘সেরা প্রতিভাদের সেরা কাজে লাগানোর পন্থা খুঁজে বের করতে হবে। আমার মনে হয় কোনো একটা সময়ে টেন্ডুলকারও ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার উপায় খুঁজে বের করবে।’
ক্রিকেট থেকে অবসর নেয়ার পর টেন্ডুলকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে কাজ করেছেন। ২০১৯ মৌসুমে তিনি দলটির মেন্টর ছিলেন।