পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার কোভিড আক্রান্ত হয়েছিলেন। সিরিজ চলাকালীন আরও তিন ক্রিকেটার ও দুই স্টাফসহ মোট ৫ জনের দেহে পাওয়া গেল করোনাভাইরাসের উপস্থিতি। এই নিয়ে মোট ছয় ক্যারিবীয় ক্রিকেটার আক্রান্ত হলেন করোনায়।
করোনায় আক্রান্ত ক্রিকেটাররা হলেন শাই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রিভস। আর সহকারী কোচ রডি ইস্টউইক ও দলীয় ফিজিও আকশাই মানসিংও হয়েছেন পজিটিভ।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
একে তো ইনজুরি-বিশ্রাম আর ব্যক্তিগত কারণ মিলিয়ে পাকিস্তান সফরে দলে নেই কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, এভিন লুইস ও ফ্যাবিয়ান অ্যালেন। তার ওপর ভরসার খেলোয়াড়দের করোনা।
সব মিলিয়ে শেষ টি-টোয়েন্টির আগে বড় এক ধাক্কা খেয়েছে ক্যারিবীয়রা।
এখন পর্যন্ত কেবলমাত্র সুস্থ রয়েছেন চার বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিকোলাস পুরান, ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস ও ড্যারেন ব্রাভো।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের, কিন্তু চলমান পরিস্থিতিতে আশঙ্কা জেগেছে সিরিজ বাতিলের। এ বিষয়ে দুই বোর্ডের মধ্য আলোচনাও চলছে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যেই ২-০ তে জিতে নিয়েছে পাকিস্তান।