পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। বৃষ্টিবিঘ্নিত সেই এক ম্যাচ খেলেই টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে দেশসেরা এই অলরাউন্ডারের।
ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে টপকে র্যাঙ্কিংয়ের চারে উঠে এসেছেন সাকিব। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩৩৮।
৩৮৮ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার।
৩৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন ভারতের রবিচন্দ্রন আশ্বিন। তার সতীর্থ রবীন্দ্র জাদেজা ৩৬৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছেন।
দুই ধাপ অবনতি হওয়ায় বেন স্টোকসের ঠাঁই এখন পাঁচে।
টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে নিজের জায়গা ধরে রেখেছেন সাকিব। ৫৭৮ পয়েন্ট নিয়ে ৩৫ নম্বরে অবস্থান করছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।