নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার সময় এক করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের কয়েকজন। যে কারণে ক্রিকেটার ও স্টাফসহ মোট ৯ জনের কোয়ারেন্টিন সময়কাল বাড়িয়ে দেয়া হয়েছিল।
সে কারণে নির্ধারিত দিন থেকে অনুশীলনের সুযোগ পায়নি জাতীয় দলের ক্রিকেটাররা। অবশেষে নিউজিল্যান্ড সরকারের সবুজ সংকেত পেল জাতীয় দল। শেষ বারের মতো করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে সবার। আর যার কারণে শুক্রবার থেকে জিম ও অনুশীলনে নামার সুযোগ পাবে আইসোলেশনের বাহিরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।
বৃহস্পতিবার জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সুজন বলেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ্ সবাই নেগেটিভ এসেছি আজকের রিপোর্টে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করবো। তো ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে প্র্যাকটিসেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।’
করোনা নেগেটিভ হওয়ায় শুক্রবার নতুন হোটেলে উঠবেন ক্রিকেটাররা। তবে আইসোলেশনে থাকা ক্রিকেটাররা ২০ তারিখ পর্যন্ত কোয়ারেন্টিন করে ২১ তারিখ নেগেটিভ হওয়া সাপেক্ষে যোগ দেবেন দলের সঙ্গে।
সুজন বলেন, ‘কালকে (শুক্রবার) আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য একটা হোটেলে। যারা ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে তারা জিমে যেতে পারবে। পরে ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবেন তারা। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ এবং নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ্।’
জানুয়ারির ১ তারিখ মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্টটি। এর আগে নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।