বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোয়ারেন্টিন শেষে ছুটিতে ১৯ নারী ক্রিকেটার

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২১ ২২:৩৪

করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর ১৫ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ হয়েছে ১৯ নারী ক্রিকেটারের। পেয়েছেন ছুটি। বুধবার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ।

বিশ্বকাপের বাছাইপর্ব শেষে দেশে ফেরার পর পাঁচ দিনের কোয়ারেন্টিন পর্বে থাকার কথা ছিল জাতীয় নারী ক্রিকেট দলের। ১৯ ক্রিকেটারকে শেষ করতে হয়েছে ১৫ দিনের কোয়ারেন্টিন পর্ব। তারপর মিলেছে ছুটি। তবে তিনজন এখনও রয়েছেন আইসোলেশনে।

করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসার পরই কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন নারী দলের ১৯ ক্রিকেটার। দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ বুধবার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘২২ ক্রিকেটারের মধ্যে ১৯ জনের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। কোয়ারেন্টিন পর্ব শেষে তাদের সবাইকে ছুটি দেয়া হয়েছে। অন্তত ৮ থেকে ১০ দিন তারা ছুটি কাটানোর পর ক্যাম্পে ফিরবেন। আর করোনায় আক্রান্ত তিন ক্রিকেটার এখনও আইসোলেশনে আছেন।’

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্ট শেষে গত পহেলা ডিসেম্বর দেশে ফেরে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ৫ দিনের কোয়ারেন্টাইনে থাকেন তারা। প্রথম দফায় কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফল আসে সবার। তবে দ্বিতীয় পরীক্ষায় দু’জনের পজিটিভ আসে।

তিন দিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুজন নারী ক্রিকেটার করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত।

পরে আরও একজনের করোনা ধরা পড়লে তিনজনকে আইসোলেশনে রাখা হয়।

বিসিবি সূত্রে জানা যায়, আইসোলেশনে তিনজনই সুস্থ আছেন। জটিল কোনও উপসর্গ তাদের নেই।

সাউথ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার কারণে টুর্নামেন্টের মাঝপথেই বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল করতে বাধ্য হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

কয়েকদিন পরই বিশ্বকাপ প্রস্তুতির জন্য ক্যাম্পে যোগ দেবেন নারী ক্রিকেটাররা।

আগামী বছরের ৫ মার্চ সাউথ আফ্রিকার বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে জাহানারা-রুমানাদের বিশ্বকাপ মিশন। ৭ মার্চ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১৪ মার্চ বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে। ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।

এ বিভাগের আরো খবর