বড় জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ২০২০-২১ মৌসুম শুরু করলো ওয়ালটন সেন্ট্রাল জোন। বিসিবি নর্থ জোনকে তারা হারিয়েছে ইনিংস ও ৭০ রানের ব্যবধানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নর্থ জোনকে প্রথম ইনিংসে ২১৯ রানে অল আউট করে দেয় সেন্ট্রাল জোন।
জবাবে ব্যাট করতে নেমে মিজানুর রহমান, মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের সেঞ্চুরি এবং সালমান ও মোসাদ্দেকের অর্ধশতকের ইনিংসে ভর করে তিন উইকেট হারিয়ে ৫৬৩ রানে ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোন।
৩৪৪ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় নর্থ জোন। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ রক্ষা হয়নি।
শেষ পর্যন্ত নর্থ জোন দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৭৪ রানে। আর তাতে ইনিংস ও ৭০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সেন্ট্রাল জোন।
ম্যাচ সেরা নির্বাচিত হন মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি নর্থ জোন: ২১৯/১০ ও ২৭৪/১০
তামিম ৯০, ইমন ১২, তানবীর ১৮, নাইম ১৮, মার্শাল ১০১; রবিউল (১৭.২-৮-২৩-৩), মৃত্যুঞ্জয় (১৫-৪-৩৫-১), মুরাদ (৪৫-১৯-৭৪-৬)
ওয়ালটন সেন্ট্রাল জোন: ৫৬৩/৩
মিজানুর ১৬২, মিঠুন ১৭৬, সৌম্য ১০৪*, সালমান ৫৩, মোসাদ্দেক ৫০*; নোমান (২২-২-৯৪-১), সানজামুল (৩৯-৩-১৬৮-১), নাইম (২০.১-১-৬১-১)