সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ দুটিতে খেলতে পারবেন না সাউথ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ইতিমধ্যেই তিনি ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে শেষ দুই টেস্টের জন্য ছুটি চেয়েছেন।
সাউথ আফ্রিকার গণমাধ্যমের দেয়া তথ্য মতে জানুয়ারির প্রথম সপ্তাহে সন্তান জন্ম নেয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে তার আগে স্ত্রীর কাছে যেতে হবে ডি কককে। যার কারণে তাকে ভাঙতে হবে বায়ো বাবল।
আর সিরিজ চলাকালীন বায়ো বাবল ভাঙলে আবার বায়ো বাবলে ঢুকতে বেশ বেগ পেতে যে হয় সেটি কারোরই অজানা নয়। সেই মোতাবেক শেষ টেস্ট দুটি খেলা হবে না ডি ককের।
তবে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট আশাবাদী প্রথম দুই টেস্টে ডি কককে পাওয়া নিয়ে। কেননা ছুটি চাওয়া ডি কক দুই ম্যাচই ছুটি পাবেন না এক ম্যাচের জন্য তাকে ছুটি দেয়া হবে, সেটি এখনও আলোচনাধীন।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইসপিএন ক্রিকইনফোকে ডি ককের ছুটি নেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ও শেষ দুই টেস্টের জন্য ছুটি নিয়েছে। তবে আমরা আশা করছি ও শুধু শেষ টেস্টটি খেলবে না।’
ডি ককের পরিবর্তে সাউথ আফ্রিকার টেস্ট দলে জায়গা করে নিতে পারেন কাইল ভেরেইনি অথবা রায়ান রিকেলটন।
২৬ ডিসেম্বর বক্সিং ডের দিন শুরু হবে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে জানুয়ারির ৩ তারিখে। এরপর ১১ তারিখ হবে সিরিজের শেষ টেস্টটি।
টেস্ট সিরিজের পর ১৯, ২১ ও ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।