২০২১ সালটি পাকিস্তান ক্রিকেট দলের জন্য দুর্দান্ত এক বছর। হবেই বা না কেন। দলীয় পারফরম্যান্সের তুঙ্গে থেকে একের পর এক সাফল্য বাগিয়ে আনছে দলটি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচসহ মোট ২৭টি টি-টোয়েন্টি বাবর আজমরা খেলেছেন চলতি বছর। এই ২৭ টি-টোয়েন্টির ভেতর ১৮টিতেই জয়ের দেখা পেয়েছে পাকিস্তান।
আর তাতেই তারা গড়ে বসলেন অনন্য এক রেকর্ড। এক ক্রিকেটীয় বর্ষে সবচেয়ে বেশিবার জয়ের দেখা পাওয়া দল এখন পাকিস্তান। নিজেরাই ভাঙলেন নিজেদের রেকর্ড।
এর আগে এই রেকর্ডটি নিজেদের করে নিয়েছিল পাকিস্তান ১৭টি টি-টোয়েন্টি জয়ের মধ্য দিয়ে। চলতি বছর পাকিস্তানের খেলা ২৭ টি-টোয়েন্টির ভেতর তারা জয়ের দেখা পেয়েছে ১৮টিতে।
বিপরীতে হারকে সঙ্গী করে মাঠ ছেড়েছে মাত্র ৬টিতে। বাকি তিনটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬৩ রানের দুর্দান্ত এক জয় বাগিয়ে নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক পাকিস্তান।
পাকিস্তানের করা ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৩৭ করেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।
স্বাগতিকদের হয়ে চার উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। তিনটি উইকেট যায় শাদাব খানের ঝুলিতে। আর একটি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নেওয়াজ ও হারিস রউফ।