বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনালডো নয়, মেসির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২১ ২১:৪০

চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে মেসির দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।

ঘণ্টা দুয়েকের মধ্যে সবকিছু ওলোটপালট হয়ে গেল। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বের ড্র হলো দুই বার। এতেই শেষ ১৬তে মেসি-রোনালডোর দ্বৈরথ দেখার আশাটা। নতুন ড্রয়ে মেসির প্রতিপক্ষ চিরচেনা প্রতিদ্বন্দ্বী রোনালডোর সাবেক দল রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে মেসির দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।

পিএসজিতে নাম লেখানোর আগে বার্সেলোনার জার্সিতে বহুবার লস ব্লাঙ্কোদের বিপক্ষে খেলেছেন এ আর্জেন্টাইন মহাতারকা। এবার জার্সি বদলেছেন। ফরাসি জায়ান্ট পিএসজির জার্সিতে রিয়ালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেসি।

সুইজারল্যান্ডে টুর্নামেন্টের প্রথম ড্রয়ে ক্রিস্টিয়ানো রোনালডোর দল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলার কথা ছিল মেসির দল পিএসজির।

পরে টেকনিক্যাল সমস্যায় এ ড্র বাতিল করে ইউয়েফা কর্তৃপক্ষ। নতুন ড্রয়ে সবকিছু পাল্টে গেছে।

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রিয়ার রেড বুল সালজবুর্গ। ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্পোর্টিং লিসবন। নেদারল্যান্ডসের জায়ান্ট আয়াক্স আমস্টার্ডাম পেল পর্তুগালের ক্লাব বেনফিকাকে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির প্রতিপক্ষ ফরাসি চ্যাম্পিয়ন লিল। রোনালডোর দল ইউনাইটেড মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদের। ভিয়ারিয়ালকে পেল ইতালিয়ান জায়ান্ট ইউভেন্তাস। আর লিভারপুলের প্রতিপক্ষ ইতালির আরেক জায়ান্ট ইন্টার মিলান।

পিএসজি-রিয়াল মাদ্রিদের ম্যাচটা মোড় নিতে পারে আরেক রোমাঞ্চে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় রিয়ালে কাটিয়ে দেয়া ক্লাব লিজেন্ড সার্হিও রামোস এখন পিএসজিতে। প্রাক্তন ক্লাবের সঙ্গে তার দ্বৈরথটাও অন্যরকম উত্তেজনা দেবে ফুটবল সমর্থকদের।

আসরের নক আউট পর্বের ম্যাচগুলো হবে দুই পর্বের। হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলবে দলগুলো।

এই পর্ব শুরু হবে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে। রিটার্ন লেগ শুরু হবে ৮ মার্চ থেকে।

এ বিভাগের আরো খবর