ফ্রেঞ্চ লিগ ওয়ানে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মোনাকোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল। দুটি গোলই এসেছে কিলিয়ান এমবাপের কাছ থেকে।
ঘরের মাঠে ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষের ওপর বেশ চাপ সৃষ্টি করে পিএসজি।
১২ মিনিটের মাথায় দলকে প্রথম লিড এনে দেন কিলিয়ান এমবাপে। প্রতিপক্ষের ডি-বক্সে এঙ্গেল ডি মারিয়া ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সেখান থেকে সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন এমবাপে।
ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ডি বক্সের ওপর দিয়ে উড়ে যায় তার শট।
প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে মেসি-এমবাপে নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। মাঝমাঠে ফাঁকায় বল পেয়ে এগিয়ে ডি-বক্সে বাঁ দিকে এমবাপেকে ক্রস করেন আর্জেন্টাইন তারকা।
ডান পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। সেই সঙ্গে পূর্ণ করেন লিগ ওয়ানে শততম গোলের মাইলফলক।
দ্বিতীয়ার্ধে এসেও আক্রমণের ধার কমেনি পচেত্তিনো শিষ্যদের। কিন্তু জালের ঠিকানা খুঁজে না পাওয়ায় আর ব্যবধান বাড়েনি।
১৮ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। আর ৩১ পয়েন্ট নিয়ে তিনে আছে রেন।