টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের অধিনায়ক ভিরাট কোহলি ঘোষণা দেন টুর্নামেন্টের পর তিনি আর ওই ফরম্যাটে অধিনায়কত্ব করতে চান না। বিশ্বকাপের পর সাউথ আফ্রিকা সফরে কোহলিকে টি-টোয়েন্টির পাশপাশি ওয়ানডের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।সাউথ আফ্রিকায় সাদা বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই।মূলত টি-টোয়েন্টি অধিনায়ক থাকতে রাজি না হওয়ায় কোহলির কাছ থেকে দুই ফরম্যাটের দায়িত্ব নিয়ে নেয়া হয়েছে বলে জানান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গাঙ্গুলী বৃহস্পতিবার বলেন, ‘আমরা ভিরাটকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার জন্যে অনুরোধ করেছি। সেটা সে শোনেনি। নির্বাচকেরা চাননি সাদা বলের দুই ফরম্যাটে দুই জন অধিনায়ক থাকুক।’অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ড দারুণ। ৯৫ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৬৫ ম্যাচ জিতিয়েছেন তিনি। এরপরও রোহিতের ওপর ভরসা রাখছে বোর্ড।
গাঙ্গুলী বলেন, ‘হ্যাঁ আমরা ওর রেকর্ড দেখেছি। রোহিতের রেকর্ডও (১০ ম্যাচে ৮ জয়) দারুণ। মোদ্দা কথা হচ্ছে সাদা বলে দুই জন অধিনায়ক থাকতে পারবে না।’