বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানের তিন শর জবাবে বিপর্যয়ে বাংলাদেশ

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৩

২২ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিক দল। মাহমুদুল, সাদমান ও অধিনায়ক মুমিনুল আউট হয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলীয় ২২ রানে স্বাগতিক দল হারিয়েছে তৃতীয় উইকেট।

বাংলাদেশের শিবিরে প্রথম আঘাতটি হানেন স্পিনার সাজিদ খান। রানের খাতা খোলার আগে অভিষিক্ত জয়কে ফেরান বাবরের তালুবন্দি করে।এরপর দলীয় ২০ রানের সাজিদের দ্বিতীয় শিকারে পরিণত হন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৩ রান করেই হাসান আলির হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি এই ওপেনার।

চা-বিরতির ঠিক আগে এক রানে রানআউট হন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক।

বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে ৩০০ পুঁজি দাঁড় করায় পাকিস্তান। ১৮৮ রানে দিন শুরু করে চতুর্থ দিনে দলীয় সংগ্রহ ৩০০ করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

বৃষ্টির বাধা কাটিয়ে দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়েছে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা। সকাল সাড়ে ৯টায় দিনের খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় ১০টা ৫০ মিনিটে।

দিনের শুরুতেই আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বাবর আজম ও আজহার আলিকে ফিরতে হয় সাজঘরে।

পাকিস্তান শিবিরে দিনের প্রথম আঘাত হানেন এবাদত হোসেন। দ্বিতীয় দিনের হাফ সেঞ্চুরিয়ান আজহার আলিকে ফেরানোর মধ্য দিয়ে আনেন ব্রেক থ্রু। তার ব্যাট থেকে আসে ৫৬।

আজহারের সাজঘরে ফেরানোর রেশ কাটতে না কাটতে খালেদ আহমেদের শিকার হয়ে ফিরতে হয় সেঞ্চুরির দিকে ব্যাট ছোটানো বাবর আজমকে। পাকিস্তান অধিনায়ক করেন ৭৬।

এরপর ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান সচল রাখেন দলের রানের চাকা। আক্রমণাত্মক খেলায় দুজনই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। এই দুজনের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩০০ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

মোহাম্মদ রিজওয়ান অপরাজিত থাকেন ৫৩ রানে। তাকে সঙ্গ দিচ্ছিলেন ফাওয়াদ আলম ৫০ রানে।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন তাইজুল ইসলাম। একটি করে উইকেট যায় এবাদত ও খালেদের ঝুলিতে।

এ বিভাগের আরো খবর