বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘এক ইনিংস খেলতে পারলেও ড্র হবে’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ ডিসেম্বর, ২০২১ ১৬:৫৯

তিন দিন বৃষ্টিতে হারালে টেস্টে ফল আসার সম্ভাবনা ক্ষীণ। তবে টাইগারদের ফিল্ডিং কোচের মতে, বাংলাদেশ এক ইনিংস খেললেও অন্তত ড্রয়ের সম্ভাবনা থাকত।

ঢাকা টেস্টে এখন চলছে বৃষ্টির ব্যাঘাত। প্রথম দিনে ৩৩ ওভার নষ্ট হওয়ার পরদিন খেলা হয়েছে মাত্র ৩৮ বল। তৃতীয় দিনেও আছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। এমন অবস্থায় ড্র-ই যেন হয়ে উঠছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের একমাত্র পরিণতি।

স্বাগতিক দল অবশ্য এমনটা চায়নি। চট্টগ্রামে হারের পর দল ঢাকায় এসেছিল জয়ের তৃষ্ণা নিয়ে। জয়ের জন্য দল মুখিয়ে থাকলেও বৃষ্টিতে এখন সেটা দূরের সম্ভাবনা বলে মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছে।দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর অনলাইন সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশের ফিল্ডিং কোচ মিজানুর রহমান।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি হারার পরও টেস্টে আমাদের বডি ল্যাংগুয়েজ ইতিবাচক ছিল। ভালো করার মানসিকতা ছিল। আমরা জেতার জন্য খেলতে এসেছিলাম।’

তিন দিন বৃষ্টিতে হারালে টেস্টে ফল আসার সম্ভাবনা ক্ষীণ। তবে টাইগারদের ফিল্ডিং কোচের মতে, বাংলাদেশ এক ইনিংস খেললেও অন্তত ড্রয়ের সম্ভাবনা থাকত।

মিজানুর বলেন, ‘একটা ইনিংস খেলতে পারলে ড্র হতো। এখনও ইতিবাচক মানসিকতা আছে আমাদের। আমরা কখনই ড্রয়ের জন্য খেল না। চট্টগ্রামে হারের প্রতিশোধ এখানে নেওয়ার ইচ্ছে থাকলেও আবহাওয়ার কারণে শুরু করতে পারিনি।’

বৃষ্টির কারণে শেরেবাংলার মাঠে খেলার চেয়ে বাইরের বিষয় নিয়ে আলোচনা বেশি চলছে। এর অন্যতম হচ্ছে নিউজিল্যান্ড সফর থেকে সাকিবের ছুটির আবেদন। তবে মিজানুরের কাছে ছুটির বিষয়টা ব্যক্তিগত।

তিনি বলেন, ‘এটা ব্যক্তিগত ব্যাপার। সাকিব যাবে কি যাবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। বোর্ডের বিষয়। এগুলো দলে কোনো প্রভাব ফেলে না। কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই। তবে সাকিব বা অন্য যারা ভালো খেলোয়াড় তারা থাকলে দলের শক্তি বাড়ে।’

দ্বিতীয় দিনের মতো ঢাকা টেস্টে তৃতীয় দিনও সকাল সাড়ে ৯টায় শুরু হবে প্রথম সেশন। পাকিস্তান খেলা শুরু করবে ২ উইকেটে ১৮৮ রানের স্কোর নিয়ে।

এ বিভাগের আরো খবর