চলমান রিভেইরা স্বাধীনতা কাপ ফুটবলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে হারিয়ে টানা দুই জয়ে টেবিলের শীর্ষস্থানে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বসুন্ধরা কিংস।
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার গ্রুপ ‘ডি’র ম্যাচে পুলিশ এফসিকে এক গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এর আগে গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল কিংস। আর চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়ে এক পয়েন্টের স্বস্তি নিয়ে কিংসের বিপক্ষে নামে পুলিশ।
তবে এবার শক্তিশালী কিংসকে রুখে দেয়া সম্ভব হয়নি পুলিশের।
শুরুতেই পেনাল্টি থেকে গোল করে লিড নেয় বসুন্ধরা কিংস।
ম্যাচের ১৫ মিনিটে বাম প্রান্ত থেকে ইব্রাহিমের উড়ে আসা ক্রসটা পায়ে নিয়ন্ত্রণে রেখে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন জোনাথন ফার্নান্দেজ। পরে ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে ব্রাজিলিয়ানের পায়ে আঘাত করলে পাশে থাকা রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।
স্পট কিক থেকে বাংলাদেশ পুলিশের গোলকিপার নেহালকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি জোনাথনের স্বদেশি ফুটবলার রবসন রবিনিয়ো।
এক গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় কিংস।
দ্বিতীয়ার্ধে কিছুটা ফিরে আসার চেষ্টা করে পুলিশ। ম্যাচের ৭৬ মিনিটে আমিরুদ্দিন শরিফির পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া জার্মান ফরোয়ার্ড আদিল কুসকুসের নেয়া মাপা শট দারুণভাবে ফিস্ট করে বিপদমুক্ত করেন কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকো।
শেষ পর্যন্ত গোলের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে অস্কার ব্রুজনের বাহিনী। ফলে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে তারা এখন টুর্নামেন্টের নক আউট পর্বে।
এক পয়েন্ট নিয়ে এখনও কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রেখেছে এরিস্টিকা চিয়াওবার পুলিশ।