ফুটবল মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সপ্তম ব্যালন ডর জেতাটা যেন মেনে নিতে পারছিলেন না ক্রিস্টিয়ানো রোনালডো। মেসির ট্রফি জেতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এ পর্তুগিজ মেগাস্টার। ‘মিথ্যুক’ বলে গালমন্দ করেছেন ব্যালন ডর কর্তৃপক্ষকেও।
মেসি জেতার পর ফ্যানদের ‘রোনালডো-ই সেরা’ ধরনের পোস্টে নিজের সহমত দিয়েছেন। আর ইন্সটাগ্রামে এক দীর্ঘ পোস্টে জানিয়েছেন ট্রফি জয় নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পরের ম্যাচের দিকে তার মূল ফোকাস।
স্বাভাবিকভাবেই ব্যালন না জেতায় বেশ তেতে ছিলেন রোনালডো। আর তার পুরো ঝালটা ওঠালেন আর্সেনালের ওপর।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে আর্সেনালকে ৩-২ গোলে হারিয়েছে রোনালডোর ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের তিন গোলের দুটিই এসেছে সিআর সেভেনের পা থেকে।
ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনাল লিড নিয়ে নেয় দ্রুত। ১৪ মিনিটে এমিল স্মিথ রোয়ের গোলে এগিয়ে যায় অতিথি দল।
বিরতির আগে ব্রুনো ফার্নান্দেস গোল শোধ করে দিলে ১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল।
দ্বিতীয়ার্ধের আলো নিজের দিকে কেড়ে নেন রোনালডো। ৭৯৯ গোল নিয়ে ম্যাচ শুরু করা পর্তুগিজ অধিনায়ক ৮০০ গোলের মাইলফলকে পৌঁছান ৫২ মিনিটে।
ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ৮০০ গোল করলেন তিনি।
তার রেকর্ড গোলে লিড নিলেও স্বস্তি পায়নি ইউনাইটেড। দুই মিনিট পরই মার্টিন ওডেগার্ড স্কোরলাইনকে ২-২ বানিয়ে দেন।
এ অবস্থা থেকে ইউনাইটেডকে আবারও রক্ষা করেন রোনালডো। ৭০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন এ ডেড বল স্পেশালিস্ট।
বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। এটা ছিল অন্তর্বর্তীকালীন ম্যানেজার মাইকেল ক্যারিকের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ ম্যাচ।
পরের ম্যাচ থেকে দলের দায়িত্ব নিচ্ছেন জার্মান কোচ রালফ রাংগনিক।