ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার সকাল ৯টায় ঢাকায় ফেরে নিগার সুলতানার স্কোয়াড।
জিম্বাবুয়ে থেকে নামিবিয়া ও ওমান হয়ে প্রায় তিন দিনের যাত্রা শেষে দেশে ফিরেছে বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ করে নেয়া নারী দল। সাউথ আফ্রিকায় ভ্রমণে বিধিনিষেধের কারণে জোহানেসবার্গ হয়ে ফিরতে পারেননি সালমা-রুমানারা।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের কারণে বাতিল করা হয় জিম্বাবুয়েতে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব। র্যাঙ্কিং অনুযায়ী মূল পর্বে সুযোগ পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
টুর্নামেন্টের বি-গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানকে হারায় নিগার সুলতানার দল। হেরে যায় থাইল্যান্ডের কাছে।
তাতে সমস্যায় পড়তে হয়নি রুমানা-সালমাদের। আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশের নারী ক্রিকেট দল।
২০২২ সালের মার্চে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডে। এরই মধ্যে কোয়ালিফাই করেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও ভারত। তাদের সঙ্গে যোগ দিচ্ছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসুটুর মতো দেশগুলোর নাগরিকের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।