বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশে হোঁচট চট্টগ্রাম আবাহনীর

  •    
  • ৩০ নভেম্বর, ২০২১ ১৮:২৯

বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ড্র করেছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। মঙ্গলবার বিকালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ডি-গ্রুপের প্রথম ম্যাচটা ১-১ গোলে ড্রয়ে শেষ হয়।

চলমান স্বাধীনতা কাপের মিশন পয়েন্ট হারিয়ে শুরু করল চট্টগ্রাম আবাহনী। বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ড্র করেছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার বিকালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ডি-গ্রুপের প্রথম ম্যাচটা ১-১ গোলে ড্রয়ে শেষ হয়।

এবার পুরনো বিদেশিদের পালটে নতুনভাবে দল সাজান চট্টগ্রাম আবাহনীর হেড কোচ মারুফুল হক।

এ দিকে পুলিশের ডাগআউটেও ছিল পরিবর্তন। দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন রোমানিয়ান কোচ এরিসটিকা সিওয়াবা। সঙ্গে এবার আফগানিস্তান-ব্রাজিলের মতো দেশ থেকে ফুটবলার নিয়ে শক্তপোক্ত দল গড়েছে পুলিশ।

ম্যাচে নতুন কিছুই যেন উপহার দিল পুলিশ। প্রথমার্ধজুড়ে আধিপত্য নিয়ে খেলেছে তারা। চট্টগ্রাম আবাহনীকে ঠিক আগের রূপে দেখা যায়নি।

দ্বিতীয়ার্ধে গা ঝেড়ে খেলতে দেখা গেছে দুই দলকে। তারই ধারাবাহিকতায় দুই মিনিটের মধ্যে দুটি গোল করে দুই দল।

ম্যাচের ৪৭ মিনিটে গোলের যাত্রাটা শুরু করে পুলিশ এফসি।

শারিফি পাস করেন বাম প্রান্তে ফাঁকায় থাকা দানিলসনর কাছে। দানিলসন বল এগিয়ে দেন ম্যাথিউস বাবলুকে। ডি-বক্সের বাম প্রান্ত থেকে বল সিক্স ইয়ার্ডের সামনে ফেলার চেষ্টা করেন বাবলু। গোলকিপার প্রথমবার রুখে দিলেও ফিরতি শটে বলটা জালে জড়াতে ভুল করেননি দানিলসন।

এ ব্রাজিলিয়ানের গোলে ম্যাচে এগিয়ে যায় পুলিশ।

ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি আবাহনী। পরের মিনিটে কামরুলের সেট পিস থেকে পিটার থ্যাংকগডের শট হ্যান্ডবল হলে পেনাল্টির ঘোষণা দেন রেফারি। স্পট থেকে থেকে গোল করে দলকে সমতায় ফেরান পিটার থ্যাংকগড। এরপরে এগিয়ে যেতে পারত আবাহনী। ম্যাচের লাগাম ধরে দারুণ সুযোগ আসে তাদের সামনে। আবাহনী থেকে চট্টগ্রাম আবাহনীতে নাম লেখানো রুবেল মিয়া এক ডিফেন্ডারকে কাটিয়ে বলে শট নেয়ার মুহূর্তে গতি হারালে মাটিতে লুটে পড়েন। সুযোগ নষ্ট হয় দলের। হতাশ হয়ে ডাইভের জন্য হলুদ কার্ড দেখতে হয় রুবেলকে।

ম্যাচের শেষের দিকে গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত পুলিশ। গোলকিপারকে একা পেয়েও ঠিকানায় ফেলতে পারেননি পুলিশের আফগানি জাতীয় দলের ফরোয়ার্ড আমিরুদ্দিন শারিফি।

শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা না পাওয়া যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

এ বিভাগের আরো খবর