বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনালডোদের নতুন বস রাংগনিক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ নভেম্বর, ২০২১ ১৮:৩৮

নতুন ম্যানেজার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়োগ দেয়া হয়েছে জার্মান কোচ রালফ রাংগনিককে। মৌসুমের শেষ পর্যন্ত থাকবেন এ জার্মান কোচ। পরে পূর্ণকালীন কোচ নিয়োগ দেয়া হলে তিনি পরের দুই বছর পরামর্শক হিসেবে ক্লাবে কাজ করবেন।

ওলে গানার শোলস্কোয়ারের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়োগ দেয়া হয়েছে জার্মান কোচ রালফ রাংগনিককে।

শোলস্কায়ারের বিদায়ের সপ্তাহখানের মধ্যে ম্যানেজার নিযুক্ত করেছে রেড ডেভিলরা।

রোববার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। শিগগিরই রাংগনিকের কোচিং স্টাফও চূড়ান্ত করে ফেলবে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা।

ক্লাবের ডিরেক্টর জন মারটাফ এক বিবৃতিতে বলেন, ‘রালফ একজন সম্মানিত কোচ ও ইউরোপীয় ফুটবলে একজন সৃজনশীল কোচ। তিনি অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে আমাদের এক নম্বর পছন্দ ছিলেন। আশা করছি, তার অভিজ্ঞতা দলকে একটা ভালো অবস্থানে নিতে সহায়তা করবে।’

মৌসুমের শেষ পর্যন্ত থাকবেন এ জার্মান কোচ। পরে পূর্ণকালীন কোচ নিয়োগ দেয়া হলে তিনি পরের দুই বছর পরামর্শক হিসেবে ক্লাবে কাজ করবেন।

নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত কোচ রালফ রাংগনিক বলেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পেরে আনন্দিত। আশা করছি দলকে এ মৌসুমে সাফল্য এনে দিতে পারব।’

রাংগনিক এর আগে জার্মানির বুন্ডেসলিগায় শালকে জিরো ফোর ও আরবি লাইপসিগের মতো দলগুলোর ম্যানেজারের দায়িত্ব পালন করেন। প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলকে কোচিং করাবেন এ জার্মান কোচ।

এ বিভাগের আরো খবর