বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আইয়ারের সেঞ্চুরির পর দারুণ শুরু নিউজিল্যান্ডের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ নভেম্বর, ২০২১ ১৭:৪০

শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরিতে ভারত ভালো অবস্থানে পৌঁছানোর পর নিউজিল্যান্ডও ভালো জবাব দিচ্ছে। ভারতের করা ৩৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে সফরকারী দলের সংগ্রহ বিনা উইকেটে ১২৯।

কানপুরে দ্বিতীয় দিনে জমে উঠেছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট।

শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরিতে ভারত ভালো অবস্থানে পৌঁছানোর পর নিউজিল্যান্ডও ভালো জবাব দিচ্ছে। ভারতের করা ৩৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে সফরকারী দলের সংগ্রহ বিনা উইকেটে ১২৯।

ভারতের লিড এখনও ২১৬ রানের।

চার উইকেটে ২৫৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। আগের দিনে ৫০ রানে অপরাজিত ব্যাটসম্যান রভিন্দ্র জাডেজা কোনো রান যোগ না করে, আউট হয়ে যান।

এক প্রান্তে লড়াই অব্যাহত রাখেন আইয়ার। তার সেঞ্চুরিতেই ৩০০ ছাড়ায় ভারত। ১০৫ রান করে আউট হন আইয়ার।

তার বিদায়ের পর ৩৮ রান করে ভারতের স্কোর সাড়ে ৩০০-এর কাছে নিয়ে যান রভিচন্দ্রন আশউইন।

শেষ পর্যন্ত ৩৪৫ রানে ভারতকে গুটিয়ে দেয় নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপদের পক্ষে ৬৯ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন টিম সাউদি।

৯১ রানে ৩ উইকেট নেন কাইল জেমিসন। ৯০ রানে দুই উইকেট নেন আজাজ প্যাটেল।

জবাবে ব্যাট করতে নেমে, দারুণ জুটি গড়েন টম লেইথাম ও উইল ইয়াং। ৫৭ ওভার অবিচ্ছিন থেকে নিউজিল্যান্ডের বোর্ডে ১২৯ রান যোগ করেন দুই ওপেনার।

দিনশেষে লেইথাম ৫০ ও ইয়াং ৭৫ রানে অপরাজিত আছেন।

ভারতীয় তিন স্পিনার আশউইন, আক্সার পাটেল ও জাডেজা ৪১ ওভার বল করেও সাফল্য পাননি।

এ বিভাগের আরো খবর