বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগান নারীরা ক্রিকেট চালিয়ে যাবে: এসিবি

  •    
  • ২৫ নভেম্বর, ২০২১ ২২:৫৬

বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশটির সাবেক খেলোয়াড় মিরওয়াইস আশরাফ এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘আফগান নারী ক্রিকেটাররা খেলা চালিয়ে যেতে পারবেন। নারীরা স্বাভাবিকভাবে ক্রিকেট খেলবে। তাদের মৌলিক চাহিদা ও প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা সরবরাহ করতে চাই।’

আফগানিস্তানের নারীরা ক্রিকেট চালিয়ে যাবে বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দেশটিতে আইসিসি কর্তৃক নিয়োজিত পর্যবেক্ষক দল পাঠানোর পর এমন ঘোষণা আসল।

বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশটির সাবেক খেলোয়াড় মিরওয়াইস আশরাফ এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘আফগান নারী ক্রিকেটাররা খেলা চালিয়ে যেতে পারবেন। নারীরা স্বাভাবিকভাবে ক্রিকেট খেলবে। তাদের মৌলিক চাহিদা ও প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা সরবরাহ করতে চাই।’

নারীদের খেলা বন্ধ করে দেয়ার কারণে পুরুষ ক্রিকেট দলের সিরিজ অস্ট্রেলিয়া বাতিল করে দেয়ার পরপর নড়েচড়ে বসেছে এসিবি। তালেবান ক্ষমতা দখলে নেয়ার পর থেকে নারীদের খেলাধুলায় বিধিনিষেধ দিয়েছে। তাতে শঙ্কা তৈরি হয়েছে নারীদের খেলাধুলার অংশগ্রহণ নিয়ে।

এমন অবস্থায় অস্ট্রেলিয়া তাদের একমাত্র টেস্ট ম্যাচটি বাতিল করে আফগানিস্তানের বিপক্ষে।

তার পরপরই অবস্থা পর্যবেক্ষণে রাখতে একটি দল দেশটিতে পাঠিয়েছে আন্তর্জাতকি ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নারী ক্রিকেট অব্যাহত রাখতে বোর্ডের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে আশরাফ বলেন, ‘প্রত্যেক কর্মচারীকে অবশ্যই এসিবির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং তাদের নিজস্ব এলাকায় ভালো করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’

সপ্তাহখানেক আগে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানান তারা এ বিষয়ে সমাধান চান। বোর্ড যাতে সরকারের সঙ্গে বসে বিষয়টা স্পষ্ট করে। নিজেদের অবস্থান জানায়।

নারী ক্রিকেট না থাকলে টেস্ট স্ট্যাটাস বাতিল হওয়ার শঙ্কা রয়েছে আফগানিস্তানের।

এ বিভাগের আরো খবর