বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যারিবীয়দের কোণঠাসা করে জয়ের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা

  •    
  • ২৪ নভেম্বর, ২০২১ ২১:২৬

ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে গুটিয়ে ৩৪৮ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে টেস্টের চতুর্থ দিন শেষে ৫২ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছে ক্যারিবীয়রা। খুব একটা মিরাকল না হলে টেস্টটা জিততে চলেছে শ্রীলঙ্কা।

গলেতে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে অবস্থা যা দাঁড়িয়েছে তাতে কোণঠাসা হয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদের স্পিন বিষে করুণ অবস্থা বড় টার্গেটে নামা ক্যারিবীয়দের। এতে জয়ের সুবাতাস বইছে লঙ্কান আকাশে।

ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে গুটিয়ে ৩৪৮ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ে নেমে টেস্টের চতুর্থ দিন শেষে ৫২ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছে ক্যারিবীয়রা। টপ ওর্ডারের কোনো ব্যাটারই সেভাবে দাঁড়াতে পারেননি। বলা চলে লঙ্কান দুই স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ও রমেশ মেন্ডিসের স্পিন ঘূর্ণিতে ক্রিজেই বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং স্তম্ভকে।

মেন্ডিস একাই তুলে নিয়েছেন চারটি উইকেট। বাকী দুটি উইকেট গেছে লাসিথের পকেটে।

ফলে ২৫ ওভারে ৫২ রানে ছয় উইকেট হারিয়ে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ। তাদের জিততে অসম্ভব কাজটাই করতে হবে। লো ওর্ডার ব্যাটারদের নিয়ে করতে হবে পাহাড়সম ২৯৬ রান। আর ড্র করতে উইকেটে টিকে থাকতে হবে।

যেটা এখন প্রায় অসম্ভব মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে। এই হিসেবে টেস্ট জয় লঙ্কানদের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। পুরো একদিনে দরকার মাত্র চার উইকেট।

এর আগে টস জিতে করুনারত্নের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৮৬ রান তোলে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ২৩০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট হাতে রেখে ১৯১ রানে ইনিংস সমাপ্তির ঘোষণা দেয় লঙ্কানরা।

খুব একটা মিরাকল না হলে টেস্টটা জিততে চলেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে জয়ের স্বস্তি নিয়ে দ্বিতীয় টেস্টটি আগামী ২৯ নভেম্বর খেলতে নামবে তারা।

এ বিভাগের আরো খবর