বার্সেলোনায় কোচ হিসেবে অভিষেক হতে চলেছে ক্লাবের সাবেক কিংবদন্তি ফুটবলার চাভি এর্নান্দেসের। কাতালুনিয়ার আরেক ক্লাব এসপানিওলের বিপক্ষে ডার্বি দিয়ে নতুন চ্যালেঞ্জ শুরু হবে এ স্প্যানিশ কোচের।
গত এক দশকে এমন দুরবস্থা আর হয়নি বার্সার। ঘরোয়া বা আন্তর্জাতিক সব টুর্নামেন্টেই দলের অবস্থান বেগতিক। লা লিগার পয়েন্ট টেবিলে বার্সার অবস্থান ১০। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগেও নক আউট পর্বে খেলা নিয়ে আছে অনিশ্চয়তা।
এমন বিপর্যয়কর অবস্থা থেকে দলকে উদ্ধারের চ্যালেঞ্জটা নিতে চলেছেন চাভি।
রোনাল্ড কুমানের বিদায়ের পর বার্সার দায়িত্ব পেয়েছেন প্রায় আড়াই সপ্তাহের মতো। আন্তর্জাতিক বিরতিতে দলকে নতুন করে সাজাতে কিছুটা হলেও সময় পেয়েছেন তিনি।
তবে দায়িত্বে এসেই প্রথম ম্যাচের আগে দল সাজানো নিয়েও বিপাকে চাভি। দলের নিয়মিত ফুটবলার পেদ্রি ইনজুরিতে। উসমান ডেম্বেলেও একই সমস্যায় ভুগছেন। ছোট মাপের ইনজুরিতে আছেন সার্জিনিয়ো ডেস্টও। দানি আলভেসকে ফেরালেও জানুয়ারির আগে খেলানোর সুযোগ নেই।
এমন পরিস্থিতিতে চাভির মূল একাদশে কারা থাকছেন তা নিয়ে হয়তো চমক অপেক্ষা করছে সমর্থকদের জন্য। বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় এসপানিওলের বিপক্ষে মাঠে নামবে বার্সা। এ ম্যাচ দিয়ে ২৩৭৩ দিন পর বার্সেলোনার হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরছেন চাভি। খেলোয়াড় হিসেবে ২০১৫ সালের ২৩ মে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছিলেন। এবার ফিরছেন কোচ হয়ে।
মাঝে কাতারের দল আল সাদকে তিন মৌসুমে সাত শিরোপা জিতিয়েছেন চাভি। ওই সময়টাতে দলটির খেলাতেও ছিল তিকি-তাকার দুর্দান্ত প্রদর্শন।