নিউজিল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। রাচিতে শুক্রবার রাতে নিউজিল্যান্ডের করা ৬ উইকেটে ১৫৩ রানের সংগ্রহকে সাত উইকেট ও ১৬ বল অক্ষত রেখে টপকে যায় স্বাগতিক দল। এতে করে নিজ মাটিতে টানা ৫টি টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দ্রুতগতিতে শুরু করার পর খেই হারায় নিউজিল্যান্ড।
মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল ২৬ বলে ৪৮ রানের জুটি গড়ে রানের ঝোড়ো গতি এনে দেন ব্ল্যাক ক্যাপদের। দিপক চাহারের বলে ৩১ রান করা গাপটিল আউট হলে রানের গতি ধরে রাখেন মার্ক চ্যাপম্যান।
নবম ওভারে দলীয় ৭৯ রানের সময় ২১ রান করে আউট হন তিনি। ১২তম ওভারে আউট হন ৩১ রান করা মিচেল। নিউজিল্যান্ডের রান তখন ৯০।
এরপর আর উচ্চ রান রেট ধরে রাখতে পারেনি সফরকারী দলের ব্যাটাররা। গ্লেন ফিলিপস ৩৪ রান করে রানের রেট ধরে রাখতে চেষ্টা করেন। কিন্তু সঙ্গী হিসেবে আর কাউকে পাননি।
ফলে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৩ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় নিউজিল্যান্ডকে। ভারতের হয়ে হারশাল প্যাটেল ২৫ রান দিয়ে দুই উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মারমুখী শুরু করেন কেএল রাহুল ও রোহিত শর্মা। তাদের শতরানের ওপেনিং জুটিতে ম্যাচ বের করে নেয় ভারত।
১৩.২ ওভারে যখন আউট হন ৬৫ রান করা রাহুল তখন জয় থেকে মাত্র ৩৭ রান দূরে ভারত।
তিন ওভার পরে আউট হন ৫৫ রান করা রোহিত শর্মা। তাতেও জয় পেতে সমস্যা হয়নি ভারতের। রিশাভ পান্ট ও ভেঙ্কটেশ আইয়ার মিলে জয় পাইয়ে দেন স্বাগতিকদের।
নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার পান হারশাল প্যাটেল।