প্রথমবার ডাক পেয়ে লাল-সবুজ জার্সিতে ওবাইদ রহমান নবাবের অভিষেক দেখার অপেক্ষায় ছিলেন দেশের ফুটবল ভক্তরা। কিন্তু শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে জাতীয় দলের জার্সি চাপিয়ে মাঠে এক মিনিটও খেলার সুযোগ পাননি তিনি। তবে এতে কোনো আক্ষেপ নেই নবাবের। সফরটিকে অভিজ্ঞতা হিসেবে দেখছেন নবাব। ভবিষ্যতে যখন সুযোগ পাবেন নিজেকে উজাড় করে দিতে চান কাতার প্রবাসী এ অ্যাটাকিং মিডফিল্ডার।
দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে থাকা একটা গর্বের বিষয়। সবার সঙ্গে থাকতে পেরেছি। শিখতে পেরেছি। আমি আনন্দিত। খেলতে না পারায় কষ্টে নেই কারণ আমি মনে করি দলের জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই করা হয়েছে।’
প্রথম দুই ম্যাচ বেঞ্চে কাটানোর পর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নবাবের অভিষেক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন দলের হেড কোচ মারিও লেমস। তবে, ম্যাচে তাকে নামাননি পর্তুগিজ টেকটিশিয়ান।
পুরো সফর বেঞ্চ গরম করে দেশে ফিরতে হয়েছে তাকে। বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন নবাব।
বসুন্ধরা কিংসের এ ফুটবলার বলেন, ‘কোচ যদি মনে করেন কেউ আমার পজিশনে ভালো করেছে তাহলে আমি সিদ্ধান্তকে সমর্থন করি কারণ দলের জন্য সেরাটাই চাই। দল যেভাবে আমাকে চায় আমি সেভাবে নিজেকে প্রস্তুত করব।
‘আমি যদি সময় পেতাম তাহলে আমার জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করতাম।’
এখানে হাল ছাড়ছেন না নবাব। অভিজ্ঞতাকে সঙ্গী করে ভবিষ্যতে আরও উজ্জ্বলভাবে ফিরতে চান তিনি।
নবাব বলেন, ‘আমি আরও পরিশ্রম করব। জাতীয় দলে খেলা আমার স্বপ্ন। এ জন্যই দেশে আসা। আশা করি এ স্বপ্ন আমার পূরণ হবে। পূরণ করতে যা যা লাগে তাই করব। ইনশাল্লাহ সবার প্রত্যাশা পূরণ করব।’
দেশে ফিরে তার ক্লাব বসুন্ধরা কিংসে যোগ দেয়ার কথা নবাবের। স্বাধীনতা কাপ সামনে রেখে ক্লাবের অনুশীলনে যোগ দেবেন জাতীয় দলের এ ফুটবলার।