বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান থেকে ৬০ রান দূরে আছেন টাইগার অধিনায়ক মাহমদুল্লাহ রিয়াদ।
এখন পর্যন্ত ১১০ ম্যাচের ১০২ ইনিংসে ৬টি হাফ-সেঞ্চুরিতে ১,৯৪০ রান করেছেন মাহমুদুল্লাহ। আর ৬০ রান করলে টি-টোয়েন্টিতে দুই হাজার রান পূর্ণ হবে তার।
শুক্রবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজের প্রথম ম্যাচে ৬০ রান করলে দুই হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন মাহমুদুল্লাহ। আর তা যদি সম্ভব হয় তবে বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে ২ হাজার রান করবেন তিনি।
বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান মাহমুদুল্লাহর। দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের।৯৪ ম্যাচের ৯৩ ইনিংসে ১,৮৯৪ রান করেছেন সাকিব। তৃতীয়স্থানে তামিম ইকবাল। ৭৪ ম্যাচের ৭৪ ইনিংসে ১,৭০১ রান করেছেন তামিম।