টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেরে বাংলার স্লো ও লো উইকেটে খেলার খেসারত বেশ বাজেভাবে দিতে হয়েছে বাংলাদেশকে। বিশ্বকাপের মূলপর্বে একটি ম্যাচে জয়ের দেখা পায়নি মাহমুদুল্লাহর দল।
উইকেট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) শুনতে হয়েছে সমালোচনা। যে কারণে পাকিস্তান সিরিজের জন্য উইকেটের মানের ওপর জোর দিতে দেখা গেছে বিসিবিকে।
ধারণা করা হচ্ছে, পরিবর্তন আসতে পারে শেরে বাংলার উইকেটে। টি-টোয়েন্টি সিরিজের আগের দিন সংবাদ সম্মেলনে তেমন ইঙ্গিত দিলেন জাতীয় দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
মাহমুদুল্লাহ বলেন, ‘উইকেট ভালো মনে হলো। আশা করি এটা ভালো উইকেট হবে। বিশ্বকাপের পর বড় একটা চ্যালেঞ্জ এই সিরিজে ভালো খেলা। এটা সামর্থ্যের প্রমাণ দেয়ার জন্য ভালো একটা সুযোগ।’বিশ্বকাপের হতাশা কাটিয়ে ওঠার সুযোগ হিসেবে এ সিরিজকে নিতে চায় টাইগাররা। দুর্দান্ত সূচনা করে জয়ের ধারায় ফিরতে চান অধিনায়ক।
তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমার বিশ্বাস বাংলাদেশ দলের শুরুটা সব সময় খুব গুরুত্বপূর্ণ। সিরিজে ইনশাল্লাহ আমরা ভালো শুরু করব। আমাদের এ ছন্দটা দলের জন্য খুব জরুরি।’
শেরে বাংলায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু শুক্রবার বেলা ২টায়।