তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত। ব্ল্যাকক্যাপদের দেয়া ১৬৪ রানের জবাবে দুই বল ও পাঁচ উইকেট অক্ষত রেখে জয় নিশ্চিত করে ভারত।
নিউজিল্যান্ডের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মার ব্যাটে উদ্বোধনী জুটিতে ৫০ রানের পুঁজি পায় স্বাগতিকরা।
ব্যক্তিগত ১৫ রানে রাহুল বিদায় নিলে সুরিয়াকুমার ইয়াদভকে সঙ্গে নিয়ে ঝড় অব্যাহত রাখেন শর্মা।
৩৬ বলে ৪৮ করে রোহিত ট্রেন্ট বোল্টের শিকার হয়ে ফিরলেও উইকেটে টিকে থেকে রানের চাকা সচল রাখেন সুরিয়াকুমার।
৪০ বলে ৬২ রানের ইনিংস খেলা ডানহাতি এ ব্যাটসম্যানকেও ফিরতে হয় বোল্টের কারণে। তারপর অল্প রানে আউট হন শ্রেয়াশ আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার।
ততক্ষণে দল প্রায় জয়ের বন্দরে। বাকি কাজটা সারতে খুব বেশি বেগ পেতে হয়নি রিশাভ পান্ট ও আক্সার প্যাটেলকে। এ দুই জন দলকে এনে দেন ৫ উইকেটের দুর্দান্ত এক জয়। যাতে ১-০ ব্যবধানে সিরিজ এগিয়ে গেল ভারত।
ম্যাচ সেরা হয়েছেন ৪০ বলে ৬২ রান করা সুরিয়াকুমার।
এর আগে জয়পুরে টস হেরে জিতে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় সফরকারী নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত এক ইন সুইঙ্গার সরাসরি আঘাত হানে ড্যারিল মিচেলের স্টাম্পে। ফলে এক রানেই পতন ঘটে ব্ল্যাকক্যাপদের প্রথম উইকেটের।
এরপর মার্ক চ্যাপম্যানকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন মার্টিন গাপটিল। দুই জনের ১০৯ রানের জুটিতে বড় স্কোরের পথ পায় নিউজিল্যান্ড। দুইজনই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।
দলীয় ১১০ রানে রভিচন্দ্রন আশউইনের স্পিন ভেলকিতে আউট হন চ্যাপম্যান। তার আগে খেলেন ৫০ বলে ৬৩ রানের ইনিংস। দুই বল পর এলবিডব্লিউয়ের শিকার হয়ে শূন্য রানে ফেরেন গ্লেন ফিলিপস।
৪২ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে দিপক চাহারের বলে আউট হয়ে মাঠ ছাড়েন গাপটিল।
এরপর নিয়মিত উইকেট পতনের মধ্য দিয়ে ৬ উইকেটের খরচায় ১৬৪ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।
ভারতের হয়ে দুটি করে উইকেট নেনে ভুবনেশ্বর কুমার ও রভিচন্দ্রন আশউইন। একটি করে উইকেট ঝুলিতে পুরেন মোহাম্মদ সিরাজ ও দিপক চাহার।