ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবে শুটিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার রাফসান জানি। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন এশিয়ান টিভির রাকিব মানিক এবং দ্বিতীয় চ্যানেল টোয়েন্টিফোরের শাহরিয়ার আরিফ।
বুধবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুটিং ইভেন্টে ৪২ জন প্রতিযোগী নাম নিবন্ধন করেন। অংশগ্রহণকারী শুটারদের মধ্যে প্রথম হওয়া রাকিব মানিক তিনটি করে শুট করে ২৮ পয়েন্ট অর্জন করেন। একইভাবে দ্বিতীয় স্থান অর্জন করা শাহরিয়ার আরিফ ২৭ ও তৃতীয় হওয়া রাফজান জানি ২৬ পয়েন্ট অর্জন করেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন এবং ক্র্যাব সভাপতি মিজান মালিক। খেলাটি পরিচালনা শুটিং ফেডারেশনের সাবেক শুটার ওমর কামাল। সার্বিক তত্ত্বাবধান করেন ক্রীড়া সম্পাদক সাইফ বাবলু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্র্যাবের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, অর্থ সম্পাদক এমদাদুল হক খান, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি রায়হান আল মুঘনি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মাকছুদা লিসা, ক্রীড়া সাংবাদিক আরাফাত জোবায়ের প্রমুখ।