বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্রিকেট দলকে নিয়ে হতাশ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ নভেম্বর, ২০২১ ১৭:৫৫

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি দলের পারফরম্যান্সে মোটেও হতাশ নন। করোনাভাইরাস মহামারির মধ্যে সাকিব-রিয়াদরা যে অনুশীলন করে বিশ্বকাপ খেলেছে, সেটাকেই তিনি অর্জন মনে করছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে সমালোচনার ঝড় চলছে। ঝড় বইয়ে গেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির ওপর দিয়েও। বিশ্ব আসরে টাইগারদের টানা হারে হতাশ ভক্ত-সমর্থকেরা।

তবে ক্রিকেট দলকে নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাজ্যের গ্লাসগো, লন্ডন ও ফ্রান্সের প্যারিসে সাম্প্রতিক সফর নিয়ে বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেনম তিনি দলের পারফরম্যান্সে মোটেও হতাশ নন।

করোনাভাইরাস মহামারির মধ্যে সাকিব-রিয়াদরা অনুশীলন করে যে বিশ্বকাপ খেলেছে, এটাকেই তিনি অর্জন মনে করছেন।

তিনি বলেন, ‘এত হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা চমৎকার খেলেছে। যেটা আমরা আশা করেছিলাম, সেটা হয়তো হয়নি। আমি কিন্তু কখনো আমাদের ছেলেদের হতাশ করি না। আমি তাদেরকে বলি আরও ভালো খেলো, আরও মনোযোগী হও, আরও অনুশীলন করো।

‘করোনার কারণে তারা ঠিকমতো অনুশীলন করতে পারেনি। এর পরও যে বাংলাদেশ বিশ্বকাপে খেলেছে আর কয়েকটি দেশকে হারিয়েছে, এটাই তো বড় কথা। আমি চাই তাদেরকে আরও উন্নত অনুশীলন করিয়ে তারা যেন আরও ভালো খেলতে পারে। সে জন্য কথায় কথায় এত হতাশ হওয়া ঠিক না।’

ওই সময় দলকে নিয়ে আরও ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা একটা মানসিক রোগের মতো হয়ে গেছে। একটুতেই হতাশ আবার একটুতেই উৎফুল্ল। বেশি হতাশাও ভালো না; বেশি উৎফুল্লও ভালো না।

‘মাঝামাঝি ধৈর্য্য ধরে থাকা ভালো। আগামীতে নিশ্চয়ই ভালো করবে। অনেক তরুণ খেলোয়াড় আসছে।’

বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের। পরে ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে মূল পর্বে পৌঁছায় টাইগাররা। মূল পর্বে টানা পাঁচ ম্যাচ হেরে বিদায় নিতে হয় মাহমুদুল্লাহ রিয়াদের দলকে।

এ বিভাগের আরো খবর