বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফরিদপুরে বৃহস্পতিবার শুরু আইজিপি কাপ কাবাডি

  •    
  • ১৬ নভেম্বর, ২০২১ ১৮:০৮

আসরে ফরিদপরের মোট ৯টি উপজেলা দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে ফরিদপুর সদর উপজেলা, বোয়ালমারী উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা, নগরকান্দা উপজেলা, ভাঙ্গা উপজেলা, সদরপুর উপজেলা, মধুখালী উপজেলা ও সালথা উপজেলা।

ফরিদপুরে বৃহস্পতিবার শুরু হচ্ছে আইজিপি কাপ-২০২১ যুব কাবাডি প্রতিযোগিতা। ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ফরিদপুর জেলা পুলিশ ও করিম গ্রুপের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ আসর।

টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার দুপুরে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডি খেলাকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেন। তারপর থেকে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গ্রামগঞ্জে কাবাডি খেলাকে জনপ্রিয় করতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘বুদ্ধি ও কৌশলের খেলা কাবাডি, মজার খেলা কাবাডি। চিন্তা শক্তির প্রসার করে কাবাডি খেলা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে আইজিপি কাপ অনূর্ধ্ব-১৯ শুরু হচ্ছে।’

আসরে ফরিদপরের ছেলে ও মেয়েদের মোট ৯টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে ফরিদপুর সদর উপজেলা, বোয়ালমারী উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা, নগরকান্দা উপজেলা, ভাঙ্গা উপজেলা, সদরপুর উপজেলা, মধুখালী উপজেলা ও সালথা উপজেলা।

প্রতিযোগিতা ১৮ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২১ নভেম্বর। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ১০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। রানার আপ দল পাবে ৬ হাজার টাকা ও ট্রফি।

এ বিভাগের আরো খবর