বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০২২ বিশ্বকাপের শুরু ও শেষ মেলবোর্নে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ নভেম্বর, ২০২১ ১১:৫৪

অস্ট্রেলিয়ার ৭টি ভেন্যু হলো: অ্যাডেলেইড ওভাল, ব্রিসবেনের দ্য গ্যাবা, জিলংয়ের কার্ডিনিয়া পার্ক, হোবার্টের বেলেরিভ ওভাল, পার্থের পার্থ স্টেডিয়াম, সিডনির এসসিজি ও মেলবোর্নের এমসিজি। 

আরব আমিরাতে বিশ্বকাপের রেশ মিলতে না মিলতেই, আইসিসি ঘোষণা করেছে পরবর্তী বিশ্বকাপের ম্যাচ ভেন্যু। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। অক্টোবরে শুরু হওয়া এ টুর্নামেন্টে খেলা হবে ৭টি ভেন্যুতে।

অস্ট্রেলিয়ার ৭টি ভেন্যু হলো: অ্যাডেলেইড ওভাল, ব্রিসবেনের দ্য গ্যাবা, জিলংয়ের কার্ডিনিয়া পার্ক, হোবার্টের বেলেরিভ ওভাল, পার্থের পার্থ স্টেডিয়াম, সিডনির এসসিজি ও মেলবোর্নের এমসিজি।

১৬ অক্টোবর মেলবোর্নে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই মহোৎসব। ৯ নভেম্বর প্রথম সেমিফাইনাল হবে এসসিজিতে। পরদিন দ্বিতীয় সেমিফাইনাল হবে অ্যাডেলেইড ওভালে।

১৩ নভেম্বর এমসিজিতে হবে ডে-নাইট ফাইনাল।

বিশ্বকাপের ১৬টি দলের মধ্যে ১২ দল এরই মধ্যে নিশ্চিত হয়েছে। এর মধ্যে ৮টি দল সরাসরি মূল পর্বে খেলবে।

এই দলগুলো হলো: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও সাউথ আফ্রিকা। এরা সরাসরি খেলবে সুপার টুয়েলভে।

আর প্রথম রাউন্ডে খেলবে আরও চার দল। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ডকে প্রথম রাউন্ড টপকে সুপার টুয়েলভে সুযোগ করে নিতে হবে।

প্রথম রাউন্ডের বাকি চার দল আগামী ফেব্রুয়ারিতে ওমানে ও জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে বাছাইপর্ব খেলে আসবে। প্রথম রাউন্ডের ৮ দল থেকে ৪ দল যাবে সুপার টুয়েলভে।

এ বিভাগের আরো খবর