বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানের মতো ফাস্ট বোলার বাংলাদেশেও হবে: তাসকিন

  •    
  • ১৫ নভেম্বর, ২০২১ ১৮:৩৭

মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা স্পিনার তৈরি করলেও মাশরাফি মোর্ত্তজার পর ধারাবাহিক কোনো ম্যাচ উইনিং পেইসার পায়নি টাইগাররা।  এ ঘাটতি কাটাতে চান তাসকিন আহমেদ। অভিজ্ঞ এ পেইসারের আশা এক সময় বাংলাদেশও পাকিস্তানের মতো ফাস্ট বোলার প্রস্তুত করতে পারবে।

যুগে যুগে ক্রিকেট বিশ্বকে বিধ্বংসী ফাস্ট বোলারদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে পাকিস্তান। এক সময় মাঠ কাঁপিয়েছেন ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, শোয়েব আখতারদের মতো চ্যাম্পিয়ন বোলাররা।

তাদের উত্তরসূরী হিসেবে খেলছেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, হারিস রউফরা। ব্যাটারদের ত্রাস হয়ে রাজত্ব করছেন ২২ গজে।

এই জায়গায় পিছিয়ে বাংলাদেশ। মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা স্পিনার তৈরি করলেও মাশরাফি মোর্ত্তজার পর ধারাবাহিক কোনো ম্যাচ উইনিং পেইসার পায়নি টাইগাররা।

এ ঘাটতি কাটাতে চান তাসকিন আহমেদ। অভিজ্ঞ এ পেইসারের আশা এক সময় বাংলাদেশও পাকিস্তানের মতো ফাস্ট বোলার প্রস্তুত করতে পারবে।

অনুশীলন শেষে সোমবার সংবাদ মাধ্যমকে তাসকিন বলেন, ‘পাকিস্তান থেকে অনেক ফাস্ট বোলার উঠে আসে। নব্বইয়ের দশকে অনেক কিংবদন্তি ফাস্ট বোলার খেলেছেন। এখনও ভালো ফাস্ট বোলার আছে। তুলনামূলকভাবে আমরা তাদের চেয়ে পিছিয়ে। কিন্তু আমাদেরও উন্নতি হচ্ছে।

‘সব ধরনের ফরম্যাটের সব ধরনের ফাস্ট বোলার ওদের আছে। এশিয়ান কন্ডিশন থেকে ফাস্ট বোলার পাচ্ছে এ বিষয়টা প্রেরণাদায়ক। আশা করছি ওদের মত আমাদেরও ভালো ভালো ফাস্ট বোলার আসবে।’

পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্বে আছেন সাবেক সাউথ আফ্রিকান সিমার ভারনন ফিল্যান্ডার। দলে আছেন শাহিন আফ্রিদি ও হারিস রাউফের মতো ফাস্ট বোলার। সিরিজে সুযোগ পেলে তাদের সঙ্গে পরামর্শ করতে চান তাসকিন।

বলেন, ‘যেহেতু একসঙ্গে সিরিজ খেলব, সুযোগ হলে ওদের সঙ্গে কথা বলব। ওরা এমন কিছু শেয়ার করতে পারে যেটা আমাদের ফাস্ট বোলারদের কাজে লাগতে পারে।’

এ বিভাগের আরো খবর