চার জাতি টুর্নামেন্টে মালদ্বীপকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। এখন টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পালা। আয়োজকের বিপক্ষে না হারলেই টুর্নামেন্টের ফাইনালে খেলবে লাল-সবুজরা।
লঙ্কানদের হারিয়ে বৃত্ত পূরণ করতে চান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ মারিও লেমস।
সোমবার ম্যাচের সংবাদসম্মেলনে এ পর্তুগিজ কোচ বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের শৃঙ্খলা আর শান্ত থাকতে হবে। খেলার ছন্দ বুঝতে হবে। তাদের জিততে হবে। জিততে চাইলে ঝুঁকি নিতে হবে। আমরা জিততে চাই।’
দেড় যুগ পর মালদ্বীপকে হারিয়ে দল চাঙা। তবে পা মাটিতে রাখতে চান লেমস।
জাতীয় দলের হেড কোচ বলেন, ‘কোনো অজুহাত নিয়ে এখানে আসেনি। প্রতিটা ম্যাচ জিততে চেয়েছি। এখনও চাই। আমার কাজ হচ্ছে প্লেয়ারদের এক করা। আমরা খুশি কিন্তু আরও চাই।’
কলম্বোর মাটিতে ২০০৮ সালের পরে শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বাংলাদেশ। দুটি ম্যাচই জিতেছে শ্রীলঙ্কা। বিষয়টা ভালো করার অনুপ্রেরণা হিসেবে দেখছেন লেমস।
তিনি বলেন, ‘মালদ্বীপের সঙ্গে ১৮ বছর জিতিনি। বিষয়টা অনুপ্রাণিত করছে আমাকে। আরও ভালো খেলার ক্ষেত্রে তাগিদ দিয়েছে। ড্র করলেই চলে যাব ফাইনালে। তবে আমরা জয়ের জন্য খেলব। প্রথমবার হারানোর মন্ত্র নিয়ে খেলব।’
বেশিরভাগ ম্যাচে শেষ ১০ মিনিটে বাংলাদেশ গোল হজম করে। সেশেলসের বিপক্ষে ম্যাচেও অন্তিম মুহূর্তে গোল হজম করেছে জামালরা। বিষয়টি নিয়ে সচেতন থাকার কথা জানালেন লেমস।বলেন, ‘এটা একটা বড় ইস্যু। আমি এই জাতীয় দলে তিন বছর কাজ করেছি ফিটনেস ট্রেইনার হিসেবে। আমরা ভুল থেকে শিখি। সেশেলসের বিপক্ষে আমরা ভুল করেছি।
‘কিন্তু মালদ্বীপের বিপক্ষে দেখুন শেষ ১০-১৫-২০ মিনিটে কখনও মনে হয়নি গোল হজম করব আমরা। নিঁখুত ও শৃঙ্খলাবদ্ধ ছিলাম। পারফরম্যান্স সবসময় আরও ভালো করার তাগিদ থাকতে হবে।’
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে মারিও লেমসের বাহিনী।