বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিসেম্বরের মাঝামাঝি নিউজিল্যান্ড যাচ্ছে মুমিনুলরা

  •    
  • ১২ নভেম্বর, ২০২১ ২২:৪৪

সব কিছু ঠিক থাকলে ১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্টটি। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ৮ ডিসেম্বর। এই সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) শুক্রবার তাদের ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) প্রকাশ করেছে। যেখানে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সূচি রাখা হয়েছে।

ডিসেম্বরের মাঝামাঝি নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে মুমিনুল অ্যান্ড কোং। পৌঁছেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটার ও ম্যাচ সংশ্লিষ্ট সবাইকে। কোয়ারেন্টিন শেষে অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা।

যদিও আইসিসির এফটিপি অনুযায়ী দুই টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সূচিতে রাখা হয়নি কোনো টি-টোয়েন্টি।

বিষয়টিকে অবশ্য আইসিসির ভুল হিসেবে আখ্যায়িত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘ওরাই (আইসিসি) ভুল করেছে। দুটি টেস্টই ছিল আমাদের, কোনো টি-টোয়েন্টি ছিল না।’

সব কিছু ঠিক থাকলে ১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ৯ জানুয়ারি।

এ বিভাগের আরো খবর