একে তো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি, তার ওপর দলের ভেতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। আর সেই অভিযোগে পদত্যাগ করতে হল জাতীয় দলের টিম ম্যানেজার সাব্বির খানকে।
সম্প্রতি বোর্ডের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বোর্ড সেটি মঞ্জুর করেছে।
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের দেয়া তথ্যমতে, গত ৭ নভেম্বর বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সাব্বির।
সূত্র আরও জানায়, একাধিক অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। যা আমলে নিয়ে জাতীয় দলের সঙ্গে লম্বা সময় ধরে নানা ভূমিকায় কাজ করা সাব্বিরকে পদত্যাগের নির্দেশ দেয় দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
গুঞ্জন উঠেছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সাব্বিরকে পদত্যাগের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন সাব্বির খান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজারের ভূমিকায়ও ছিলেন একই সঙ্গে। তবে বিশ্বকাপ চলাকালীন নিয়ম ভঙ্গ করে এবার পদত্যাগই করতে বাধ্য হলেন।
তবে কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি অভিযুক্ত, সেটি সুনির্দিষ্ট করে জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে।