বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গুঞ্জন রয়েছে, আলবিসেলেস্তেদের হয়ে শুক্রবার ম্যাচে খেলতে যাচ্ছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের তারকা প্লে-মেকার।
পায়ের ইনজুরির কারণে পিএসজির হয়ে সবশেষ দুই ম্যাচে খেলেননি মেসি।
হঠাৎ কিছুটা চমকে দিয়েই আন্তর্জাতিক বিরতিতে প্যারিস থেকে আর্জেন্টিনায় ফেরেন মেসি। জাতীয় দলে যোগ দিয়ে সোমবার একা একা অনুশীলন করেন তিনি। আর মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।
আর্জেন্টিনার কিছু সংবাদমাধ্যমের খবর, শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে খেলতে পারেন মেসি। তাকে কিছু সময় খেলানোর পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির।
এদিকে মেসির ক্লাব সতীর্থ মিডফিল্ডার পারেদেসও ইনজুরির কারণে একা একা অনুশীলন করেছেন। উরুগুয়ে ম্যাচে তার না থাকার সম্ভাবনাই বেশি। বিকল্প হিসেবে গুইদো রুদ্রিগেজকে তৈরি করা হচ্ছে।
অন্যদিকে মেসির বিকল্প হিসেবে মাঠে পাওলো দিবালাকে দেখা যেতে পারে। ইনজুরির কারণে কোপা আমেরিকার স্কোয়াডে ছিলেন না তিনি। এবার বিশ্বকাপ বাছাইয়ে থাকছেন এই ইউভেন্তাস স্টার।
এমন অবস্থার মধ্য দিয়ে উরুগুয়ের বিপক্ষে নামতে চলেছে আর্জেন্টিনা। অ্যাওয়ে ম্যাচে খেলবেন মেসিরা।
উরুগুয়ের বিপক্ষে সবশেষ ছয় ম্যাচে হারেনি আর্জেন্টিনা। আর সবশেষ ৯ অ্যাওয়ে ম্যাচেও কোনো হার নেই মেসিদের।
পয়েন্ট তালিকায় ব্রাজিলের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে আলবিসেলেস্তেদের পয়েন্ট ২৫। তিনে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১৭।