বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জ্ঞান ফেরার পর সাড়া দিচ্ছেন রুবেল

  •    
  • ৯ নভেম্বর, ২০২১ ১৩:৩৭

আগের চেয়ে ভালোভাবে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন রুবেলের স্ত্রী ফারহানা রুপা।  একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

ব্রেইন টিউমার মাথাচাড়া দিয়ে ওঠায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করতে হয়েছে। ভারতে চেন্নাইয়ের একটি হাসপাতালে সফলভাবে তার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সোমবার পারিবারিক সূত্র থেকে জানানো হয় জ্ঞান ফিরেছে সাবেক এই ক্রিকেটারের। একদিন পর অবস্থার আরও উন্নতি হয়েছে তার।

আগের চেয়ে ভালোভাবে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন রুবেলের স্ত্রী ফারহানা রুপা। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

রূপা বলেন, ‘অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন পোস্ট অপারেটিভ কেয়ারে আছে। আগের চেয়ে বেশ ভালোভাবে সাড়া দিচ্ছে। ও যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে সেই দোয়া করবেন।’

দুই বছর আগে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন। চলতি বছরের জানুয়ারিতে এমআরআই করা হলে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে বলে ধরা পড়ে। তারপর থেকে চলছে কিমোথেরাপি।

এখন পর্যন্ত ২৪টি কিমোথেরাপি নিয়েছেন রুবেল। অক্টোবরে সবশেষ কিমো নিয়েছেন তিনি।

গত মাসে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয় তাকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতি মাসের শুরুতে চেন্নাইয়ে নেয়া হয় রুবেলকে।

ভারতের অ্যাপোলো পর্টোন ক্যানসার সেন্টারে গিয়ে রুবেলের স্বজনরা জানতে পারেন, টিউমারটি আরও বেড়ে চলেছে। মস্তিষ্কে পানি চলে এসেছে। তার দেহের এক অংশ অসাড় হয়ে গেছে। এ অবস্থায় অস্ত্রোপচারের বিকল্প নেই। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।

রুবেলের সঙ্গে আড়াই বছরের ছেলে সন্তানকে নিয়ে তার স্ত্রী চৈতী ফারহানা রূপা চেন্নাইয়ে গেছেন। রুবেলের শারীরিক অবস্থা জানতে স্বজনরা নিয়মিত যোগাযোগ রাখছেন।

এ বিভাগের আরো খবর