জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোশাররফ হোসেন রুবেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শরীরের এক পাশ অসাড় হয়ে গেছে। সোমবার তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।
ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে দ্বিতীয়বারের মতো ব্রেইন অপারেশন হবে এ ক্রিকেটারের।
দীর্ঘদিন ধরে ব্রেন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন রুবেল। গেল মাসে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয় তাকে। পরে অবস্থার আরও অবনতি হলে গত বুধবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয় এ ক্রিকেটারকে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উচ্চতর চিকিৎসার জন্য চলতি মাসের শুরুতে চেন্নাইয়ে নেয়া হয় রুবেলকে। অ্যাপোলো পর্টোন ক্যানসার সেন্টারে গিয়ে জানতে পারেন যে, টিউমারটি আরও বেড়ে চলেছে। মস্তিষ্কে পানি চলে এসেছে। তার দেহের এক অংশ অসাড় হয়ে গেছে।
রুবেলের সঙ্গে আড়াই বছরের ছেলে সন্তানকে নিয়ে তার স্ত্রী চৈতী ফারহানা রূপা চেন্নাইয়ে গেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় দলের ক্রিকেটার খন্দকার মোশাররফ হোসেন রুবেল। ছবি: সংগৃহীত
দুই বছর আগে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন, কিন্তু চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন। পুরোনো টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তারপর থেকে চলছে কেমোথেরাপি।
এখনও পর্যন্ত ২৪টি কেমোথেরাপি নিয়েছেন রুবেল। অক্টোবরে সবশেষ কেমো নিয়েছেন তিনি। গত বুধবার আইসিইউতে নেয়া হয় জাতীয় দলের সাবেক ক্রিকেটারকে।
২০১৯ সালের ১৯ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় রুবেলের। দ্বিতীয়বারের মতো ব্রেইন অপারেশন করা হচ্ছে সোমবার।