শ্রীলঙ্কার চার জাতি টুর্নামেন্টে সোমবারের সেশেলসের বিপক্ষে বাংলাদেশের নির্ধারিত ম্যাচ পিছিয়ে যাচ্ছে একদিন। গেল কয়েকদিনের বৃষ্টিতে পিছিয়ে গেল ম্যাচটি।
রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিবৃতিতে জানানো হয় যে, অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপাকসে ফুটবল টুর্নামেন্টের বাংলাদেশ ও সেশেলসের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
একদিন পিছিয়ে মঙ্গলবার একই সময়ে সেশেলসের বিপক্ষে মাঠে নামবেন জামালরা। গেল কয়েকদিন ধরে শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টি। মাঠের খারাপ অবস্থার কারণে টুর্নামেন্টের প্রথম ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে মত দিয়েছে বাংলাদেশও।
সূচিতেও পরিবর্তন আসছে। একদিন করে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের ম্যাচ। ১১ নভেম্বরের পরিবর্তে ১২ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে ১৫ নভেম্বর আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে।
তাই সোমবার প্রাকটিস সেশন রাখা হয়েছে জাতীয় দলের। বিকাল সাড়ে ৪টা ঘটিকা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্র্যাকটিস সেশনের সময় পাবেন ফুটবলাররা।
শ্রীলঙ্কা-মালদ্বীপের ম্যাচও একই স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত হবে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান থাকার কারণে স্বাগতিকদের ম্যাচ সরানো যায়নি। কাদা মাঠে টানা দুটো ম্যাচ খেলা সম্ভব নয়, এই ভাবনাও কাজ করেছে আয়োজকদের মাথায়।