বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইংল্যান্ডকে হারিয়ে বিদায় ‘চোকার’ প্রোটিয়াদের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ নভেম্বর, ২০২১ ০০:২৫

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট নিয়েও রানরেটে কম থাকায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিল প্রোটিয়ারা। রানরেটে এগিয়ে থাকায় বিশ্বকাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

দুর্ভাগ্যই বলতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপাল টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে টেবিল টপার ইংল্যান্ডকে হারিয়েও সেমি ফাইনাল জুটল না সাউথ আফ্রিকার ভাগ্যে।ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট নিয়েও রানরেটে কম থাকায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিল প্রোটিয়ারা। রানরেটে এগিয়ে থাকায় বিশ্বকাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের মঞ্চে এলেই যেন অদ্ভুত সাউথ আফ্রিকাকে দেখা যায়। ভারসাম্যপূর্ণ দল নিয়েও একরাশ দুঃখ নিয়ে ফিরতে হয় প্রোটিয়াদের।

‘চোকার’ ট্যাগটা নিজেদের গা থেকে এবারও সরাতে পারল না তারা।এই টুর্নামেন্টেই অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ শুরু করে পরের চার ম্যাচে জয় তুলে নেয় দলটি। টেবিলের শীর্ষে থাকা ইংল্যান্ডকেও শনিবার হারিয়ে দেয় তারা।কিন্তু তাদের দুর্ভাগ্য যে ৮ পয়েন্ট পাওয়া তিন দলের মধ্যে বিদায় নিতে হলো রাবাডা-বাভুমাদের।

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্পহীন ম্যাচে ব্যাটিংয়ে নেমে দুই উইকেটে ১৮৯ তোলে সাউথ আফ্রিকা। রিজা হেনড্রিকস ২ রানে বিদায় নেয়ার পর দলে ৩৪ রান যোগ করে সাজঘরে ফেরেন কুইন্টন ডি কক।

দুই উইকেট যাওয়ার পর তাণ্ডব শুরু করেন রাসি ফন ডার ডুসেন। ৬০ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ব্যাটার। যার মধ্যে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা। আর ২৫ বলে ৫২ রানের তুফান তোলেন এইডেন মারক্রাম।

পাহাড়সম টার্গেটে নেমে সর্বসাকুল্যে ১৭৯ রান তুলতে পারে ইংল্যান্ড। ১০ রানের জয় পায় সাউথ আফ্রিকা।

ব্যাট হাতে ইংলিশদের নেই কোনো ফিফটি। সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস আসে মইন আলির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ডাউইয়িড মালান। জয়ের জন্য তেমন বড় স্কোরও আসেনি ইংলিশদের কোনো ব্যাট থেকে।

শেষ ওভারে কাগিসো রাবাডার হ্যাটট্রিকের পর ১০ রানে হারতে হয় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের।

তবে জয় পেলেও স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি সাউথ আফ্রিকা। রান রেট কম থাকায় গ্রুপ পর্বেই বিদায় নিল তারা। আর শেষ চারে পা রাখল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এ বিভাগের আরো খবর