চলমান করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছর মার্চ থেকে মাঠে দর্শকদের প্রবেশ বন্ধ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় দেড় বছর পর দেশের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। মানুষ ফিরে আসতে শুরু করেছে তাদের স্বাভাবিক জীবনে।
করোনার ভেতর ক্রিকেট ফিরেছে মাঠে। ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজ আয়োজন করেছে বোর্ড। কিন্তু সেখানে ছিল না দর্শকের কোনো উপস্থিতি।
বাংলাদেশে কমতে শুরু করেছে সংক্রমণও। সবশেষ ৬ নভেম্বর দেশে করোনায় মাত্র একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে ১৫৪ জনের দেহে পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি।
আর সে কারণে ক্রিকেটের মাঠে দর্শক ফেরানোর কথা ভাবছে বোর্ড। সব কিছু ঠিক থাকলে পাকিস্তান সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে বিসিবি। সেই হিসেবে প্রায় ২০ মাস পর মাঠে বসে টাইগারদের খেলা দেখার সুযোগ পাবেন ক্রিকেটভক্তরা।
শনিবার বিসিবির একটি সূত্র নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রমতে পাকিস্তান সিরিজে দর্শক ফেরানোর প্রস্তুতি নিচ্ছে বিসিবি। একই সঙ্গে টিকিট প্রস্তুতের কাজও শুরু হয়ে গেছে।
সিরিজে বেশ কিছু নিয়ম মেনে মাঠে প্রবেশ করানো হবে দর্শক। একই সঙ্গে পুরো স্টেডিয়াম থাকবে বায়ো বাবলের অধীনে।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজে দর্শকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে যেটা বাধ্যতামূলক করা হতে পারে, সেটা হলো করোনার ভ্যাকসিন। এখনো চূড়ান্ত হয়নি বিষয়গুলো। তবে ভ্যাকসিনের ব্যাপারটা প্রাধান্য পাবে এটা বলা যায়। এর বাইরে কী ধরনের নিয়মকানুন মেনে চলতে হবে সেসব নিয়ে আলোচনা হচ্ছে। দুয়েকদিনের দিনের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে।’
১৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজটি।
১৯, ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সবগুলো ম্যাচ হবে ঢাকায়। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্টটি। ডিসেম্বরের চার তারিখ শেরে বাংলায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টিটি।