বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উইন্ডিজকে হতাশ করে বিশ্বকাপ শেষ করল শ্রীলঙ্কা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ নভেম্বর, ২০২১ ০০:৩১

হারলে সেমিতে ওঠার সম্ভাবনা শেষ। জিতলে গাণিতিক হিসেবে সম্ভাবনা থাকবে, এমন সমীকরণ নিয়ে লঙ্কানদের মুখোমুখি হয় উইন্ডিজ। এমন ম্যাচে ক্যারিবিয়ানদের ২০ রানে হারিয়েছে লঙ্কানরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে মোটামুটি একধরনের উচ্চাশা ছিল। লাইমলাইটের বাইরে ছিল শ্রীলঙ্কা। বিশ্ব আসরে নামার পর বাস্তবতা দেখেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে ক্যারিবিয়ানরা। অন্যদিকে দুই জয়ের স্বস্তি নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল লঙ্কানরা।

হারলে সেমিতে ওঠার সম্ভাবনা শেষ। জিতলে গাণিতিক হিসেবে সম্ভাবনা থাকবে, এমন সমীকরণ নিয়ে লঙ্কানদের মুখোমুখি হয় উইন্ডিজ। এমন ম্যাচে ক্যারিবিয়ানদের ২০ রানে হারিয়েছে লঙ্কানরা।

আবুধাবিতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে দলীয়ভাবে ১৮৯ রান তোলে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার ৫১, কুশল পেরেরার ২৯, চারিথ আসালাকনার ৪১ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস আর অধিনায়ক দাসুন শানাকার ২৫ রানের বরাতে তিন উইকেটে এই পাহাড়সম টার্গেট তোলে লঙ্কানরা।

জবাব দিতে নেমে ১০ রানের মাথায় দুই ওপেনার ক্রিস গেইল ও এভন লুইসকে হারিয়ে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

হাল ধরার চেষ্টা করেন উইকেট কিপার নিকোলাস পুরান ও শিমরন হেটমায়ার। ৪৬ রানে পুরান বিদায়ের পর সকল আশা জিইয়ে রাখেন হেটমায়ার।৫৪ বলে ৮১ রানে হেটমায়ার অপরাজিত থাকলেও তার সঙ্গে দাঁড়াতেই পারেননি কোনো ব্যাটার। দুই ঘরের অংক ছুঁতে ব্যর্থ হন আন্ড্রে রাসেল, কাইরন পোলার্ড, জেসন হোল্ডার ও ডোয়েইন ব্রাভো।

শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ১৬৯ রান সংগ্রহ করতে সমর্থ হয় উইন্ডিজ। ফলে ২০ রানের জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

এ বিভাগের আরো খবর