পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারায় ভারত। এ জয়ে সেমিফাইনাল দৌড়ে টিকে আছে সাবেক চ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডের বিপক্ষে জিতে সেমির আশার জিইয়ে রাখার মিশনে রাতে সাঠে নামছে ভিরাট কোহলির দল।
দুবাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে ভারত।এর পর নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয় তারা।
প্রথম দুই ম্যাচ হেরে সেমিফাইনালের পথ তো কঠিন করার পাশাপাশি রান রেটেও পিছিয়ে পড়ে ভারত। সেমিতে খেলতে হলে বাকি ম্যাচ জিততে হবে, রান রেটে বাড়াতে হবে ও অন্যান্য দলের হারের কামনা করতে হবে। এমন সমীকরণে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতে কোহলি-পান্টরা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফর্মে ফেরার ধারাবাহিকতাটা অব্যাহত রেখে স্কটল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে চায় ভারত। ম্যাচের আগে রোহিত শর্মা বলেন, ‘জানতাম রান রেট গুরুত্বপূর্ণ। দল যে ভাবে চাইবে সে ভাবে খেলতে তৈরি। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেতে হবে আমাদের। এছাড়া অন্য কোনো পথ নেই।’
বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও, সুপার টুয়েলভে এখন পর্যন্ত ব্যর্থ স্কটল্যান্ড। টানা তিন ম্যাচ হারের পর ভারতের বিপক্ষে সেরাটা দিতে চান স্কটিশ ব্যাটার মাইকেল লিস্ক।
তিনি বলেন, ‘ভারত শক্তিশালী দল। তবে তারা চাপে আছে। ভারতের বিপক্ষে সাফল্য পেতে এটাই সেরা সময়।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে একবার দেখা হয়েছে ভারত ও স্কটল্যান্ডের। ২০০৭ সালে প্রথম আসরে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।