টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের দৌড়ে টিকে আছে নিউজিল্যান্ড। সেমির পথে আরও এক ধাপ এগিয়ে যাবার লক্ষ্যে আজ নামিবিয়ার বিপক্ষে খেলতে নামছে ব্ল্যাকক্যাপস।
শেষ চার নিশ্চিত করতে সুপার টুয়েলভে গ্রুপ টুয়ে নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না নিউজিল্যান্ড। অন্য দিকে সুপার টুয়েলভে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জিতলেও বড় দলগুলোর বিপক্ষে এখনও জিততে পারেনি প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে নামা নামিবিয়া। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে মরিয়া আফ্রিকার দলটি।
শারজায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে নিউজিল্যান্ড ও নামিবিয়ার ম্যাচটি।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের পর দারুনভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ভারতকে নাস্তানাবুদ করে তারা। আর তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি ব্ল্যাকক্যাপদের।
নামিবিয়ার বিপক্ষে ম্যাচের গুরুত্ব জানেন মার্টিন গাপটিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এ অভিজ্ঞ ওপেনার বলেন, ‘এই মুর্হূতে আমাদের জয় বেশি গুরুত্বপূর্ণ। সব ম্যাচ জিততে হবে আমাদের। নামিবিয়ার বিপক্ষে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’
৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে জিতলে অনায়াসে সেমিতে খেলবে তারা।
বাছাই পর্বে চমক দেখিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে সুযোগ করে নিয়ে ইাতহাস গড়ে নামিবিয়া।
নিউজিল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে চান নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমুস। তিনি বলেন, ‘বড় দলগুলোকে এখনও হারাতে পারিনি আমরা। সেটি পারলে, আমাদের লক্ষ্য পূর্ণ হবে। নিউজিল্যান্ডকে হারানো সহজ নয়। তবে আমাদের ভালো খেলতে হবে ও আধিপত্য বিস্তার করে খেলতে হবে।’