বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবসর নিয়ে ভাবছেন না রিয়াদ

  •    
  • ৪ নভেম্বর, ২০২১ ২৩:৫৪

নেতৃত্বের সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের হাতে উল্লেখ করে রিয়াদ বলেন, ‘এটা তো আমার হাতে নাই। সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড থেকেই আসবে। আমার তরফ থেকে সব সময় চেষ্টা করেছি দলকে আগলে রাখা ও ভাল পারফরম্যান্স আদায় করার জন্য।’

প্রথমবারের মতো মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্ব কোনো বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শুরু থেকে সমালোচনার শিকার হয় দল। পুরো টুর্নামেন্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। বাছাইপর্ব থেকে কোনোরকমে মূলপর্বে পা রাখে টাইগাররা।

সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন অধিনায়ক নিজেও।

বিশ্বকাপ শেষে খালি হাতে দেশে ফিরছেন ক্রিকেটাররা। এসেও বসে থাকার ‍সুযোগ কই? নেমে পড়তে হবে পাকিস্তান সিরিজে।

প্রশ্নবিদ্ধ নেত্বতৃ নিয়ে কি তাহলে সামনের সিরিজে দায়িত্ব ছাড়ছেন রিয়াদ?

সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ডের হাতে উল্লেখ করে রিয়াদ বলেন, ‘এটা তো আমার হাতে নাই। সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড থেকেই আসবে। আমার তরফ থেকে সব সময় চেষ্টা করেছি দলকে আগলে রাখা ও ভাল পারফরম্যান্স আদায় করার জন্য।’

ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন রিয়াদ। বলেন, ‘নিশ্চিতভাবে আমার অধিনায়কত্বে হয়ত ভুল ছিল। আমি ওভাবে পারফরম্যান্স আদায় করে নিতে পারিনি।’

নেতৃত্ব নিয়ে প্রশ্নের পাশাপাশি অনেকেই রিয়াদের শেষ দেখে ফেলছেন। নিজে অবশ্য অবসর নিয়ে ভাবার কোনো প্রয়োজন বোধ করছেন রিয়াদ।

টি-টোয়েন্টি জাতীয় দলের অধিনায়কের কথায় তা স্পষ্ট। বলেন, ‘না এ মুহূর্তে আমি ওরকম কোনো চিন্তা করছি না।’

বিশ্বকাপের সুপার টুয়েলভে ক্রিকেটারদের বাজে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন কম ওঠেনি। প্রশ্ন উঠেছে হেড কোচ রাসেল ডমিঙ্গোর দায়িত্ব নিয়েও। অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ডমিঙ্গোর অপসারণের কথা বলেছেন।

এ প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘এটা আমার পক্ষে বলা কঠিন কারণ আমি যতটুক বুঝি যে খেলোয়াড়দের মধ্যে কোন সমস্যা নেই। বা কোচিং স্টাফদের মধ্যেও কোন সমস্যা নেই। যে সিদ্ধান্তের কথা বললেন ওটা পুরোপুরি ক্রিকেট বোর্ডের।’

এ বিভাগের আরো খবর