টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এক রাশ হতাশা নিয়ে শুক্রবার দেশে ফিরছে জাতীয় ক্রিকেট দল।
দুবাই থেকে শুক্রবার সকালে ফ্লাইটে উঠবেন মাহমুদুল্লাহ রিয়াদের বাহিনী। দেশে পৌঁছে যে যার পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যাবেন ক্রিকেটাররা। সকাল সাড়ে ১০টায় এমিরেটসের ফ্লাইট টাইগারদের নিয়ে ঢাকায় আসার কথা।
১৯ নভেম্বর থেকে শুরু ঘরের মাঠে শুরু হবে পাকিস্তান সিরিজ। ছুটি কাটিয়ে আবার ক্যাম্পে যোগ দেবেন লিটন-মুশফিকরা।
বিশ্বকাপটা একেবারে ভালো যায়নি বাংলাদেশের বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশনের শুরু। পরে মূলপর্বের টিকিট মিললেও সেখানে আরও হতাশ করেছে দল। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে তারা।
শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পনে শেষ হয় এবারের বিশ্বকাপ মিশন। দেশে ফিরে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত হতে হবে বাংলাদেশ দলকে।
১৯ নভেম্বর থেকে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট ম্যাচের সিরিজ শুরু হবে।
সিরিজ সামনে রেখে ক্যাম্প কবে শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে, চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার সাইফ উদ্দিন। আরেক অলরাউন্ডার সাকিব আল হাসানের চোট নিয়েও শঙ্কা রয়ে গেছে।