বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ওয়েল পেইড ইন্ডিয়া’ নিয়ে কোহলিদের ট্রল

  •    
  • ৪ নভেম্বর, ২০২১ ১৩:৪১

এসিবির অফিশিয়াল টুইটার হ্যান্ডলে তেমন কোনো টুইট পাওয়া যায়নি। মজার ছলে কোনো নেটিজেন ফটোশপ করে ছড়িয়ে দিয়েছেন এমনটা। তবে বিতর্কিত টুইটের স্ক্রিনশটটিকে ভাইরাল হওয়ার হাত থেকে থামাতে পারেননি কেউ। 

বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আফগানিস্তান। গ্রুপের বাকি দলগুলোকে হিমশিম খেতে হচ্ছে রাশিদ খান-মোহাম্মদ শাহজাদদের সামাল দিতে গিয়ে।

স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানের বড় জয় দিয়ে শুরু। এরপর পাকিস্তানের বিপক্ষে হারলেও জয়ের জন্য বেগ পেতে হয় বাবর আজমদের। তৃতীয় ম্যাচে নামিবিয়াকে ১৬১ রানের লক্ষ্য দিয়ে ৬২ রানের জয় বাগিয়ে নেয় আফগানরা।

টানা তিন ম্যাচে প্রতাপ দেখানো আফগানিস্তানের বোলার ও ব্যাটাররা ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন ভারতের বিপক্ষে। যে বোলারদের সামনে দাঁড়াতে ঘাম ছুটে যেত প্রতিপক্ষের ব্যাটারদের, সেই বোলারদের তুলোধুনো করে ২ উইকেট হারিয়ে ২১০ রানের পুঁজি পায় ভারত।

একই সঙ্গে ম্যাচজুড়ে ছিল ফিল্ডিং মিসের মহড়া। খালি চোখে মনে হচ্ছিল যেন অনেকটা ইচ্ছে করে হাত ফসকে বল ছাড়ছেন আফগান ফিল্ডাররা।

আর সেই ম্যাচের পর ক্রিকেট মহলে রব ওঠে আফগানিস্তানের ম্যাচ পাতানো নিয়ে। অভিযোগ তোলা হয় ভারতকে সেমিফাইনালের পথে এক পা এগিয়ে দিতেই আফগানদের নিয়ে ম্যাচ পাতিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গুঞ্জনেই হয়তো থেমে যেত সব। কিন্তু আগুনে ঘি ঢেলে দেয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় ভাইরাল হওয়া এক টুইটের স্ক্রিনশটে।ভাইরাল হওয়া আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের (এসিবি) ওই টুইটের স্ক্রিনশটে লেখা ছিল, ‘ওয়েল পেইড ইন্ডিয়া।’ তার ঠিক নিচে সংশোধনী আনা হয়। বলা হয় পেইডের জায়গায় প্লেইড হবে।

মুহূর্তেই সেই টুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এসিবির অফিশিয়াল টুইটার হ্যান্ডলে তেমন কোনো টুইট পাওয়া যায়নি।মজার ছলে কোনো নেটিজেন ফটোশপ করে ছড়িয়ে দিয়েছেন এমনটা। তবে বিতর্কিত টুইটের স্ক্রিনশটটিকে ভাইরাল হওয়ার হাত থেকে থামাতে পারেননি কেউ।

এ বিভাগের আরো খবর