বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হেরেও ভারতকে বিপাকে ফেলল আফগানিস্তান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ নভেম্বর, ২০২১ ১৩:০৭

ভারত যদি আফগানিস্তানকে ১৩০ রানের মধ্যে আটকে দিতে পারত, তাহলে তাদের রানরেট দাঁড়াত ০.৫৩২। তখন দুই ম্যাচ কম খেলা নিউজিল্যান্ডের সঙ্গে তাদের ব্যবধানটা হতো মাত্র ০.২৮৪ পয়েন্টের। আর এক ম্যাচ কম খেলা আফগানিস্তানের সঙ্গে পার্থক্য থাকত ০.৯৪৯।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে চলতি টুর্নামেন্টে প্রথম জয় বাগিয়ে নিয়েছে ভারত। সেই সঙ্গে নিজেদের টিকিয়ে রেখেছে সেমিফাইনালে পৌঁছার লড়াইয়ে।

আফগানিস্তানকে ২১১ রানের লক্ষ্য বেঁধে দিয়ে বল হাতে ৭ উইকেটের বিনিময়ে ১৪৪ রানে থামিয়ে দেয় ভিরাট কোহলির দল।

সুপার টুয়েলভে এখনও ভারতের বাকি দুটি খেলা। সেখানে ভারতের প্রতিপক্ষ হিসেবে থাকছে নামিবিয়া ও স্কটল্যান্ড। নবাগত এই দুই দল আপাতদৃষ্টিতে ও কাগজে-কলমের হিসাবে ভারতের কাছে সহজ প্রতিপক্ষ।

আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে এখনও সেমির রাস্তাটা খুব একটা সহজ নয় ভারতের। কেননা কোহলিদের গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে রানরেট আর নিউজিল্যান্ড।

বর্তমানে গ্রুপ টুয়ে চার ম্যাচের চারটি জিতে সেমি নিশ্চিত করেছে পাকিস্তান। সমান পয়েন্ট নিয়ে রানরেটের পার্থক্যের কারণে দুইয়ে আফগানিস্তান ও তিনে নিউজিল্যান্ড।

তিন ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে চারে ভারত। দুইয়ে থাকা আফগানদের রানরেট ১.৪৮১। তিনে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে তাদের রানরেটের ব্যবধান ০.৬৬৫-এর। অন্যদিকে ভারতের বর্তমান রেট ০.০৭৩। নিউজিল্যান্ডের সঙ্গে ব্যবধান ০.৭৪৩।

এখানেই আসল মারপ্যাঁচ।

ভারত যদি আফগানিস্তানকে ১৩০ রানের মধ্যে আটকে দিতে পারত, তাহলে তাদের রানরেট দাঁড়াত ০.৫৩২। তখন দুই ম্যাচ কম খেলা নিউজিল্যান্ডের সঙ্গে তাদের ব্যবধানটা হতো মাত্র ০.২৮৪ পয়েন্টের।

আর এক ম্যাচ কম খেলা আফগানিস্তানের সঙ্গে পার্থক্য থাকত ০.৯৪৯। যে ঘাটতি সহজেই পূরণ করতে পারত ভারত। তখন শেষ ম্যাচে আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেও রানরেটে সেমি খেলার সম্ভাবনা ছিল ভারতের।

আফগানিস্তানের ইনিংসের শেষ বলে হার্দিক পান্ডিয়াকে ছক্কা হাঁকিয়েছিলেন জানাত কারিম। সেই ছক্কা না হলে ভারতের নেট রানরেট গিয়ে দাঁড়াত ০.১৮৮।কিন্তু আফগানিস্তান ১৪৪ রান তুলে ফেলায় ভারতের নেট রানরেট ০.০৭৩-তে আটকে যায়। যার ফলে দুই ম্যাচ বাকি থাকতেও রানরেটের জটিল সমীকরণ মেলাতে হচ্ছে কোহলিদের।

হিসেবের মারপ্যাঁচ আরও আছে। ভারতের ঠিক ওপরে অবস্থান করা নিউজিল্যান্ডের এখনও ম্যাচ বাকি দুটি। আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে। ভারতের সেমিতে খেলতে হলে নিউজিল্যান্ডকে অবশ্যই হারতে হবে আফগানিস্তানের বিপক্ষে।আফগানদের বিপক্ষে ব্ল্যাকক্যাপস জয় পেয়ে গেলে ছয় পয়েন্ট নিয়ে ভারতের ওপরে থাকবে উইলিয়ামসনেরা। সেই সঙ্গে রানরেটেও থাকবে এগিয়ে।

এখন ভারতের সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতকে প্রার্থনা করতে হবে নিউজিল্যান্ডের পরাজয়ের জন্য। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে সামনের দুই ম্যাচে রানরেটের দিকে।

এ বিভাগের আরো খবর