বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেমির পথ পরিষ্কার করল নিউজিল্যান্ড

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ নভেম্বর, ২০২১ ২০:২২

স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শেষ চারে এক পা দিয়ে রাখল ব্ল্যাকক্যাপস। নিউজিল্যান্ডের দেয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই জমিয়ে তোলার পর পাঁচ উইকেটের খরচায় ১৫৬ রান সংগ্রহ করে থেমে যায় স্কটল্যান্ডের ইনিংসের চাকা।

ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে নিউজিল্যান্ড। নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শেষ চারে এক পা দিয়ে রাখল ব্ল্যাকক্যাপস।

নিউজিল্যান্ডের দেয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই জমিয়ে তোলার পর পাঁচ উইকেটের খরচায় ১৫৬ রান সংগ্রহ করে থেমে যায় স্কটল্যান্ডের ইনিংসের চাকা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করেতে নামে নিউজিল্যান্ড। বল হাতে শুরুটা বেশ দুর্দান্ত করে স্কটল্যান্ড। ৫২ রানে তারা ব্ল্যাকক্যাপদের তিন উইকেট শিকার করে।১৩ রান করেন ড্যারিল মিচেল। ডেভন কনওয়ে করেন ১ রান ও রানের খাতা খোলার আগে কেইন উইলিয়ামসনকে ফেরায় স্কটিশরা।

এরপর গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে দুবাইয়ে বাউন্ডারির ঝড় তোলেন মার্টিন গাপটিল। গড়েন ১০৫ রানের দারুণ এক জুটি।

ব্র্যাড হুইলের বলে ক্রিস গ্রিভসের হাতে বন্দি হয়ে ৩৩ করে মাঠ ছাড়েন ফিলিপস। সঙ্গীর বিদায়ের পরের বলে প্যাভিলিয়নের পথ দেখতে হয় সেঞ্চুরির পথে ব্যাট করতে থাকা গাপটিলকে। ৫৬ বলে ৯৩ রানের টর্নেডো ইনিংস খেলে ক্যালাম ম্যাকলয়েডের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তিনি।

শেষ দিকে জিমি নিশ্যামের ৬ বলে ১০ রানের সাহায্যে পাঁচ উইকেটে ১৭২ রানের বড় সংগ্রহ নিশ্চিত করে নিউজিল্যান্ড।

স্কটল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ব্র্যাড হুইল ও সাফইয়ান শরিফ। পাশাপাশি একটি উইকেট ঝুলিতে ভরেন মার্ক ওয়াট।

জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্কটল্যান্ডের। দলীয় ২১ রানে আউট হন ওপেনার কাইল কোয়েটজার। এরপর ম্যাথু ক্রসকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন জর্জ মানসি।

ব্যক্তিগত ২৭ রানে ক্রস ও ২০ রানে রিচি বেরিংটন ফিরলে ধস নামে স্কটিশ শিবিরে।

শেষ দিকে মাইকেল লিস্কের অপরাজিত ৪২ রানের ইনিংস শুধু হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৫ উইকেটের খরচায় ১৫৬ রান তোলে স্কটল্যান্ড। আর তাতে নিউজিল্যান্ড পায় ১৬ রানের জয়।

ব্ল্যাকক্যাপদের হয়ে দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি। এছাড়া টিম সাউদি নেন একটি উইকেট।

এ বিভাগের আরো খবর