ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে নামার আগের দিন দুঃসংবাদ পেল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চোটের কারণে ম্যাচে খেলতে পারছেন না লিওনেল মেসি। বুধবার রাত ১টায় জার্মান ক্লাব আরবি লাইপসিগের মুখোমুখি হচ্ছে পিএসজি।ফ্রেঞ্চ লিগে লিলের বিপক্ষে খেলার সময় বাঁ পায়ে ব্যথা পান মেসি। ফলে প্রথমার্ধে তাকে মাঠ ছেড়ে যেতে হয়। পরীক্ষায় দেখা গেছে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছেন মেসি।
আঘাত গুরুতর না হলেও দলের সেরা তারকাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। ফলে লাইপসিগের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন ছয়বারের ব্যালন ডর জয়ী তারকা।ক্লাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে মেসির না খেলার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। একই সঙ্গে লাইপসিগ ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে তারা। যেখানে মেসির নাম নেই।
চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচ থেকে দুই জয় ও এক ড্রয়ে এ-গ্রুপের শীর্ষে আছে প্যারিসিয়ানরা। তিন ম্যাচে দারুণ খেলে তিন গোল করেছেন মেসি।চ্যাম্পিয়নস লিগে না খেললেও সামনের রোববার ফ্রেঞ্চ লিগে বোর্দোর বিপক্ষে মাঠে ফিরতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।এরপরই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতে নিজ দেশে ফিরবেন মেসি। উরুগুয়ের বিপক্ষে ১৩ নভেম্বর আর ব্রাজিলের বিপক্ষে ১৭ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে নামছে মেসির আর্জেন্টিনা।সেখান থেকে ফিরে এসে পিএসজির হয়ে ২০ নভেম্বর নঁতের বিপক্ষে খেলবেন মেসি।